মাননীয়া ইয়ু কুয়াং ইউয়ে,পরিচালক,সিআরআই বাংলা বিভাগ,
মাননীয়েষু আলিমুল হক মহাশয়,বিশেষজ্ঞ,সিআরআই বাংলা বিভাগ
মাননীয়া ছাই ইউয়ে মুক্তা,প্রধান শ্রোতা সম্বন্ধ বিভাগ,সি আর আই বাংলা বিভাগ
প্রথমেই চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভগের আপনাদের সকলকে জানাই আমার নমস্কার।চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের কাছে ২০১৪ সাল নানা কারণে গুরুত্বপূর্ণ ;তার কারণ এই বত্সর আমাদের সবার প্রিয় চায়না রেডিও ইন্টারন্যাশনালের বাংলা বিভাগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ,হিন্দী বিভাগের ৫৫তম বর্ষপূর্তি এবং ১৯৫৪ সালের জুন মাসে চীন, ভারত আর মায়ানমারের যৌথ উদ্যোগে উত্থাপিত ও স্বাক্ষরিত শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ৬০তম বর্ষপূর্তি।তাছাড়া ২০১৪ সাল চীন-ভারত বন্ধুত্বপূর্ণ আদান প্রদান বর্ষ ।তাই এই গুরুত্বপূর্ণ বছরটিতে দাঁড়িয়ে আমাদের সবার প্রিয় চায়না রেডিও ইন্টারন্যাশনালকে পশ্চিম বাংলার প্রত্যেক মানুষের ঘরে পৌঁছে দেবার জন্য আমার ক্লাব নিউ হরাইজন রেডিও লিসনার্স ক্লাবের উদ্যোগে গত ১৩ই এপ্রিল,২০১৪ রবিবার চায়না রেডিও ইন্টারন্যাশনালের প্রচার ও প্রসারের উদ্দেশ্য নিয়ে "সি আর আই রক্তদান শিবির -২০১৪" আয়োজন করা হয়।মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় রক্তের প্রয়োজন অনস্বীকার্য।এই রক্তদান শিবিরে গ্রীষ্মের প্রচন্ড খরতাপে স্বেচ্ছায় মোট ৮০ জন রক্তদান করেন । আমাদের এই রক্তদান শিবিরে বিনামূল্যে থ্যালাসেমিয়ার রক্ত-পরীক্ষা,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক সম্পাদক দেবশংকর চক্রবর্তী সবার প্রথমে রক্তদান করেন এবং "হিন্দি-চীনি ভাই ভাই" স্লোগান দিয়ে সবার শেষে রক্তদান করি আমি নিজে। ক্লাবের সক্রিয় সদস্যা এবং বর্তমানে তারকেশ্বর ডিগ্রী কলেজে ইংরেজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী মনীষা চক্রবর্তী বাংলা ও হিন্দিতে রক্তদানের উপর গান গেয়ে রক্তদাতাদের উত্সাহিত করেন। আমাদের এই রক্তদান শিবিরে যে ৮০ জন রক্তদাতা আমাদের আহবানে সাড়া দিয়ে সি আর আইয়ের নামে রক্তদান করলেন তাঁদের সম্মান জানানোর জন্য আমরা তাঁদের প্রত্যেককে একটি করে ষ্টিলের বালতি উপহার হিসাবে দিই। আমাদের ক্লাবের সদস্যরা রক্তদান শিবিরে আসা গ্রামের মানুষজনকে সি আর আই হিন্দি বিভাগ থেকে পাওয়া শ্রোতা ভাটিকা ম্যাগাজিন,সি আর আই- এর ব্যাজ ও আমাদের নিজেদের তৈরী সি আর আইয়ের রেডিও অনুষ্ঠান সূচী বিতরণ করি এবং তাঁদের সি আর আইয়ের রেডিও অনুষ্ঠান শোনার জন্য উত্সাহিত করি।