Web bengali.cri.cn   
দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার সংবাদকর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তোলার আহ্বান
  2014-06-05 15:50:22  cri
জুন ৫: দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে সাংবাদিকরা। আজ (বৃহস্পতিবার) চীনের ইউননান প্রদেশের রাজধানী কুনমিং-এ চতুর্থ দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের প্রতিনিধির মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান বাড়ানো এবং অভিন্ন উন্নয়ন নীতি গ্রহণের প্রস্তাবও দেয়া হয়।

এবারের আলোচনা সভায় কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, নেপাল, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার ১০টি দেশের ৫০ জনেরও বেশি সাংবাদিক এবং চীনের ২০টিরও বেশি গণ মাধ্যমের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ্য, আগামী ৬ জুন বিকেলে কুনমিং আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া মেলা ও ২২তম চীনের কুনমিং আমদানি-রপ্তানি বাণিজ্য মেলা উদ্বোধন হবে।

(প্রেমা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040