একটি শিশুর ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয়। অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা এড়িয়ে যাওয়া যায় না। যেমন, আমরা কোথা থেকে এসেছি? আমাদের কি দায়িত্ব? আমি বিশ্বাস করি, এছাড়া তোমাদের মনে আরো অনেক প্রশ্ন আছে।
কোন কোন মানুষ ধনী হয়েই জন্মায়। হয়তো তাদের বাবা-মা'র পক্ষ থেকে প্রথম উপহারটি হয়ে থাকে একটি ব্যাংক ক্রেডিট কার্ড। তারা কী খেতে চায়? কী করতে চায়? কোথায় যেতে চায়? সব কিছুর জন্য পর্যাপ্ত অর্থ আছে। তাই, অনেক মানুষ মনে করে যে, টাকা থাকলেই বিশ্বের সব কিছু পাওয়া যায়। চমৎকার একজন মানুষও হওয়া যায়।
কিন্তু না, ভালো মানুষ হওয়ার সঙ্গে টাকার কোন সম্পর্ক নেই।
যেমন, চীনের একজন কবি কোন এক রাতে ঘুমতে না পেরে, আকাশের চাঁদ দেখে একটি কবিতা লিখেছে:
床前明月光,疑是地上霜,举头望明月,低头思故乡。
আর দু'হাজার বছর পর, চীনের ছাত্রছাত্রীরা তাদের বইতে কবিতাটি পড়ে। চীনের মানুষ যতোবার চাঁদ দেখে ততোবার তাদের কবিতাটির কথা মনে পড়ে।
কবিতাটি চীনের বিখ্যাত কবি লি পাই এর। খুবই চমত্কার সে কবিতাটি। তবে, টাকার সঙ্গে এর কোন সম্পর্ক নেই।
যেমন, একজন গল্পকার খুবই আশাহত। সে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনশূন্য উপকণ্ঠে থাকে। তার জীবন এত সাধারণ যে একদিনে সে বাস নিয়ে নিউইয়র্কে গিয়ে বিখ্যাত এক অভিনেত্রীকে ফোন করে বলে: 'আমি The Catcher in the Ryeর লেখক জে ডি স্লেইঞ্জার। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তারপর সে অভিনেত্রীর সঙ্গে দেখা করে এক সঙ্গে রাতের খাবার খায়। সে ছিলো একজন অপরিচিত মানুষ। তার সাহস চমত্কার। তবে, টাকার সঙ্গে এর কোন সম্পর্ক নেই।
এক দিন এক ব্যবসায়ী নিজের মোবাইল ফোনের ওপর বিরক্ত হয়ে তার বন্ধুর সঙ্গে মিলে কম্পিউটার কোম্পানি তৈরি করে ফেললো। পরবর্তীতে সে আই ফোন উত্পাদন শুরু করে। সে Steve Jobs।
আমাদের সাফল্যের সঙ্গে টাকার সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে, টাকা আমাদের শক্তি দেয়। টাকা থাকলে সহজে সাফল্য অর্জন করা যায়।
মনে রাখতে হবে যে, অল্প টাকা দিয়েও আনন্দ পাওয়া যায়। আর বিপুল পরিমাণ টাকা হলেও তা চিরদিনের জন্য যথেষ্ট হবে, তা কিন্তু নয়। কারণ মানুষের আকাঙ্ক্ষা সীমাহীন। তার মানে হচ্ছে, আমাদের প্রত্যেকেরই টাকা-পয়সার যথাযথ ব্যবহার করা উচিত।
এবার শুনুন প্রতিদিনের কথা:
২ মে
বিশ্বাস:
প্রতিদিন ২৪টি ঘণ্টা সময় রয়েছে। আমাদের প্রতিদিন রাতে মনে করা উচিত, আগামী ২৪টি ঘনটায় আমরা কী করবো? একটি জিনিস মনে রাখা উচিত। তা হলো, যাই হোক না কেনো, অন্তরে বিশ্বাস রাখবে। কোন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পর, মনে কোনো কষ্ট রাখবে না, নিজের অতীতের জন্য অনুতপ্তও হবে না। বর্তমান ও ভবিষ্যৎ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বাস থাকলে আমাদের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারবো।
৬ মে
আনন্দ অনুভব করা
জীবনের আনন্দ অনুভব করো। এটা আমাদের দায়িত্ব। দুঃখ-কষ্ট যথেষ্ট নয়, জীবনে আনন্দ খুঁজবে। বিভিন্ন কাজে অংশ নেবে, পার্টিতে যাবে, সূর্যালোকে উপভোগ করে, শরীরচর্চা করবে, হাঁটা-হাঁটি করবে, বন্ধুদের সময় দেবে, সিনেমা দেখতে যাবে। এরকম অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। এগুলোর একটি তালিকা তৈরি করে তা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। জীবনে সত্যিকারের আনন্দ অনুভব করবে।
বন্ধুরা, এখন শুনুন চীনা কবিতার আসর।
লিউ ইয়ং, চীনের পেই সং বংশের একজন বিখ্যাত কবি। আজকের অনুষ্ঠানে তার জনপ্রিয় '雨霖铃' নামে একটি কবিতা পরিচয় করবো। প্রথমে চীনা ভাষা নিয়ে আপনাদের জন্য পড়ি।
雨霖铃•寒蝉凄切
寒蝉凄切,对长亭晚,骤雨初歇。都门帐饮无绪,留恋处,兰舟催发。执手相看泪眼,竟无语凝噎。念去去,千里烟波,暮霭沉沉楚天阔。
多情自古伤离别,更那堪冷落清秋节!今宵酒醒何处?杨柳岸,晓风残月。此去经年,应是良辰好景虚设。便纵有千种风情,更与何人说?
হান ছান ছি ছে, তুই ছাং থিং ওয়ান, চৌ ইয়ু ছু সিয়ে। তু মেন ছাং ইং উ স্যু, লিউ লিয়েন ছু, লান চৌ ছুই ফা। জি সৌ সিয়াং খান লেই ইয়ান, চিং উ ইয়ু নিং ইয়ে। নিয়েন ছু ছু, ছিয়েন লি ইয়েন পো, মু আই ছেন ছেন ছু থিয়েন খুও।
তুও ছিং জি কু সাং লি পিয়ে, কেং না খান লেং লুও ছিং ছিউ চিয়ে! চিন সিয়াও চিউ সিং হে ছু? ইয়াং লিউ আন, সিয়াও ফেং ছান ইউয়ু। ছি ছু চিন নিয়েন, ইং সি লিয়াং ছেং হাও চিং স্যু সে। পিয়েন জং ইউও ছিন জং ফেং ছিং, কেং ইয়ু হে রেন সুও?
কবিতাটিতে কবি লিউ ইয়ং তার একজন প্রেমিকার থেকে ছাড়াছাড়ি সময়ে লিউ ইয়ং'র অনুভুতি। তাহলে এখন আপনাদের জন্য ব্যাখ্যা করি।
শরত্কালে ঘুঘরি পোকার স্বর দ্রুতগতির ও শোকার্ত হয়ে থাকে। তুমি ও আমি হাঁটতে থাকি রাস্তার পাশ দিয়ে। এখন সন্ধ্যা...সবে মাত্র বৃষ্টি শেষ হয়েছে। আজ আমরা বিদায় নেবো। এখানে তোমার জন্য উৎসবের আয়োজন করি, তবে কিছু খেতে ইচ্ছে করে না। যখন আমি তোমার মুখ আবার দেখতে চাই, কথা বলতে চাই, তখন মাঝি আমায় তাড়া দেয়। আমরা শুধু দু'জনার হাত ধরে থাকি, চোখে টলটল করে পানি। শেষ মুহূর্তে আর কিছু বলার শক্তি থাকে না। মনে করি, এ বিদায় আমাদের মধ্যে হাজার মাইল দূরত্বের। ঠিক যেনো ওই আকাশের মতো, এতদূর যেখানে চোখে দেখা যায় না।
প্রাচীনকাল থেকেই বিদায় বেলায় মানুষের কষ্ট হতো। এ যেনো বেদনা-বিধুর শীতল শরত্কাল। সহ্য করা যায় না। আজ রাতে আমি শুধু কোলাহলের মাধ্যমে কাটাতে পারবো, তবে কোথায় আমি জাগবো ? হয়তো নদীর তীরের উইলো গাছের নীচে, বাতাস আর শীত বিদায় হওয়ার পর। সেরা আবহাওয়া হলেও, তোমার সঙ্গে থাকবো না। আমার মনে তোমার জন্য এতো বেশি ভালবাসা !! আর কাকে বলবো.... তোমাকে ছাড়া ?