Web bengali.cri.cn   
চতুর্থ পেইচিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব
  2014-05-08 14:41:40  cri

'সিদ্বার্থ' চলচ্চিত্রের কোন দৃশ্যে চলচ্চিত্র পর্যালোচকরা মুগ্ধ হয়ে পড়েন এ প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য একটু কঠিন। আসলে শুটিং করার আগে আমি এ চলচ্চিত্রটিকে একটি মুগ্ধকর চলচ্চিত্র হিসেবে নির্মাণ করার সিদ্ধান্ত নেই। এ চলচ্চিত্রে মানবতার জটিল ভাবানুভূতি এবং মানবতার সবচেয়ে ভালো দিক ও সবচেয়ে খারাপ দিক তুলে ধরা হয়। বিশ্বাস করি, এ চলচ্চিত্রে মানবতার অবস্থান দেখে চলচ্চিত্র পর্যালোচকরা মুগ্ধ হয়েছেন। পেইচিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব একটি দারুণ গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উত্সব। এর মাধ্যমে বিদেশের অনেক ভালো চলচ্চিত্র চীনা দর্শকদের কাছে প্রদর্শিত হয়। এবারে এ পুরস্কার অর্জন আমার জন্য বিশেষ তাত্পর্যপূর্ণ।'

'American Dreams in China 'আমেরিকান ড্রিমস ইন চায়না' চলচ্চিত্রের চিত্রনাট্যকার চৌ চি ইয়ং, চা চি ও লিন আই হুয়া 'শ্রেষ্ঠ চিত্রনাট্যকার পুরস্কার' অর্জন করেন। চৌ চি ইয়ং সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, তিনি আগে একজন (waiter) ওয়েটার বা পরিবেশক ছিলেন। তিনি নিজের অভিজ্ঞতার মাধ্যমে সাধারণ মানুষের প্রতি নিজেদের স্বপ্নে প্রতিজ্ঞাবদ্ধ হবার অনুপ্রেরণা দিতে চান। তিনি বলেন,

'আগে আমি একজন ওয়েটার ছিলাম। তারপর আমি একজন লেখকে পরিণত হই এবং এখন আমি একজন (director) ডিরেকটর। একজন চিত্রনাট্যকার হিসেবে নিজের কল্পনাশক্তিকে বিস্তৃত করা উচিত্ এবং চিরদিন অন্যদের তুলনায় নিজের ভিন্নতা বজায় রাখা উচিত ।'

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040