
প্রিয় শ্রোতাবন্ধুরা, "মুক্তার কথা" আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। প্রতিদিন আমরা আপনাদের কাছ থেকে অনেক চিঠি পাই—ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে। সেসব চিঠিতে আমাদের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে প্রশংসা থাকে, সমালোচনা থাকে, থাকে বিভিন্ন পরামর্শ। 'মুক্তার কথা'-য় আমরা সেসব চিঠি পড়ে শুনাই এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। 'মুক্তার কথা' অনুষ্ঠানে ইদানিং আপনাদের নিয়ে মাঝেমাঝে আমরা মোবাইল কনফারেন্সেরও আয়োজন করছি। আপনারা আমাদের চিঠি লিখুন, ইমেইল করুন; জানান আপনাদের ভালো লাগা বা মন্দ লাগার কথা, দিন আমাদের পরামর্শ। আর মোবাইল কনফারেন্সে অংশগ্রহণ করতে চাইলেও আমাদের জানান। 'মুক্তার কথা' ওয়েবপেইজটি নতুন করে উপস্থাপন করার ক্ষেত্রেও আপনাদের পরামর্শ চাই আমরা। মনে রাখবেন, 'মুক্তার কথা' মানে আপনাদের কথা।