Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতিবিষয়ক সাম্প্রতিক খবর
  2014-04-28 16:56:48  cri

১. সহায়ক বাজেট চাইলেন বাংলাদেশের নারী উদ্যোক্তারা

বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেটকে নারীবান্ধব হিসেবে দেখতে চান দেশের নারী উদ্যোক্তারা। গত বুধবার ঢাকায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত 'আসন্ন জাতীয় বাজেট ২০১৪-২০১৫: নারী উদ্যোক্তাদের প্রত্যাশা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তাদের পক্ষ থেকে এ দাবী তোলা হয়। বৈঠকে তারা আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য বেশি বরাদ্দ চেয়েছেন এবং নারী উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ শিল্পপার্ক গড়ে তোলারও আহ্বান জানিয়েছে।

এ ছাড়াও গোলটেবিল বৈঠকে আলোচকরা যেসব সুপারিশ তুলে ধরেন সেগুলোর মধ্যে আছে: নারীর ক্ষমতায়ন ও এ সংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের স্বার্থে দেশের নারী ও নারী উদ্যোক্তাদের নিয়ে একটি জাতীয় তথ্যভান্ডার তৈরি করা; নারীদের জন্য এক অঙ্কের সুদে ব্যাংক ঋণ দেওয়া; ব্যষ্টিক অর্থনীতি থেকে শুরু করে সামষ্টিক অর্থনীতিতে নারীদের অংশগ্রহণকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের বর্তমান অবস্থা নিয়ে সরকারের পক্ষ থেকে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করা; সরকারের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ তহবিল তৈরি করে তা থেকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা, ইত্যাদি।

এসময় বৈঠকে অংশগ্রহণকারী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্কনীতিবিষয়ক সদস্য ফরিদ উদ্দিন বলেন, নারী উদ্যোক্তাদের ব্যবসার ক্ষেত্রে কর, শুল্ক ও মূসক-সংক্রান্ত সুনির্দিষ্ট প্রস্তাবনা এনবিআর অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করে দেখবে। এ-সংক্রান্ত প্রস্তাবনা এনবিআরে জমা দেওয়ার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

২. এক বছর পর ডলারের বিপরীতে বাড়লো বাংলাদেশি টাকার দাম

প্রায় এক বছর একই জায়গায় 'স্থির' থাকার পর অবশেষে মার্কিন ডলারের বিপরীতে বাড়তে শুরু করেছে বাংলাদেশি টাকার মান। গত সোমবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে এক ডলার বিক্রি হয় ৭৭ টাকা ৬৫ পয়সায়। গত এক বছর ধরে বিনিময়ের এই অংক ৭৭ ডলার ৭৫ পয়সায় স্থির ছিল।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজকে বলেন, "রপ্তানিকারক ও রেমিটারদের উত্সাহ দিতে বাংলাদেশ ব্যাংক ফ্লোটিং মুদ্রাবাজারে হস্তক্ষেপ করে টাকা-ডলারের বিনিময় হার 'ধরে' রেখেছিল। ডলারের দর যাতে না-পড়ে যায় সেজন্য দিনের পর দিন কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করার পর কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনার প্রবাহ কমিয়ে দেয়ায় ডলারের দর কমে যাচ্ছে। শক্তিশালী হচ্ছে টাকা।"

উল্লেখ্য, বাংলাদেশে ২০০৩ সালে ভাসমান মুদ্রা বিনিময় ব্যবস্থা চালু হয়। এর আগ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ডলার-টাকার বিনিময় হার 'ঠিক' করে দিত এবং সে দরেই ডলার লেনদেন হত।

এদিকে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সোমবার ৬০.৩৮ রুপিতে ডলার কিনেছে। গত বছরের অগাস্টে রুপির বিপরীতে ডলারের দর বাড়তে বাড়তে এক পর্যায়ে ৬৮ রুপি ছাড়িয়ে গিয়েছিল। ২০১২ সালের মে মাসে ডলার-রুপির গড় বিনিময় হার ছিল ৫৪ রুপির মত।

৩. বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক দেড় কোটির বেশি

বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহক সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে এবং বেড়েছে এ পদ্ধতিতে অর্থ লেনদেনের পরিমাণও। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাস শেষে দেশে মোবাইলে আর্থিক সেবা নিচ্ছেন এমন গ্রাহকের সংখ্যা বেড়ে এক কোটি ৫০ লাখ ২৩ হাজার ৬০৪ জনে দাঁড়িয়েছে, যা আগের মাসের চেয়ে প্রায় প্রায় চার লাখ বেশি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মার্চে মোবাইল ব্যাংকিংয়ে মোট ৩ কোটি ৩৩ লাখ ৬২ হাজার ১৩৫ দফায় মোট ৭ হাজার ৮৪৯ কোটি ১২ লাখ টাকা লেনদেন হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইনওয়ার্ড রেমিটেন্স, ক্যাশ ইন ট্রানজেকশন, ক্যাশ আউট ট্রানজেকশন, পি২পি ট্রানজেকশন, স্যালারি ডিজবার্সমেন্ট (বি২বি), ইউটিলিটি বিল পেমেন্ট (পি২বি) সেবা দেওয়া হচ্ছে।

৪. ভারতের উত্তরবঙ্গ ও অসমে অনাবৃষ্টি: চা উত্পাদন ব্যাহত

আবহাওয়া গরম হওয়ার পাশাপাশি অনাবৃষ্টি দেখা দেওয়ায় ভারতের উত্তরবঙ্গ ও অসমের চা উত্পাদন কমে গেছে। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুসারে, এ জন্য ইতোমধ্যেই দার্জিলিং চা রপ্তানি বাজারের একটা অংশ হারিয়েছে। প্রাকৃতিক পরিস্থিতির উন্নতি না-হলে চা উত্পাদন আরো হ্রাস পাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ভাষ্য অনুসারে, পশ্চিমবঙ্গের দার্জিলিং, ডুয়ার্স ও তরাইতে গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মাসওয়ারী বৃষ্টির ঘাটতি ছিল যথাক্রমে ৩৭, ৩৫ ও ৪০ শতাংশ। এ সময়ে উত্তর অসমে ৪৯ শতাংশ ও দক্ষিণ অসমে ২৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে বৃষ্টির অভাবে সবচেয়ে বেশি ভুগছে দার্জিলিঙের চা শিল্প। সেখানে চা উত্পাদনের ঘাটতি এখনই ৫০ শতাংশের বেশি। অন্যদিকে, ডুয়ার্স ও তরাইতে উত্পাদন খাটতি প্রায় ৩০ শতাংশ।

উল্লেখ্য, এপ্রিল-মে তে যে চা তৈরি হয় তা 'প্রথম শ্রেণির'। অসম-ডুয়ার্স-তরাইয়ের চেয়ে দার্জিলিঙের প্রথম শ্রেণির চায়ের কদর অনেক বেশি। বিশেষত রফতানি বাজারে সেই চায়ের চাহিদা সর্বাধিক। বৃষ্টির উপর নির্ভর করে এর পর সাধারণত মে মাসের শেষের দিক থেকে ওঠে 'দ্বিতীয় শ্রেণির' চা। ডুয়ার্স-তরাই এবং অসমের প্রথম শ্রেণির চেয়ে এই দ্বিতীয় শ্রেণির চায়ের বাজার ভালো।

৫. ভারতের গোয়ায় আকরিক লোহা খননের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দেশজুড়ে পণ্যটির রপ্তানি বাড়বে এবং পাশাপাশি গোয়ার অর্থনীতিও গতি পাবে। বুধবার এ আশা প্রকাশ করেছে রাজ্যটির আকরিক রপ্তানিকারী সংস্থাগুলির সংগঠন। এর ভাষ্য অনুসারে, সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশের ফলে খনন শিল্পে আরও স্বচ্ছতা আসবে, যা সামগ্রিকভাবে শিল্পটির উন্নতির পক্ষে সহায়ক হবে।

উল্লেখ্য, গোয়ায় মূলত নীচু মানের আকরিক লোহা উত্তোলন হয়। আর ভারতের মোট আকরিক লোহার ৫৫ শতাংশই রপ্তানি হয় এই রাজ্যটি থেকে। কিন্তু গত কয়েক বছর ধরে ৯০টি খনিতে উত্তোলনের উপর সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় এ খাতে রপ্তানি কমে যায়। গত অর্থবর্ষের পুরো সময়ে রপ্তানি ছিল যেখানে মাত্র ১৬৯ কোটি ডলারের, সেখানে নিষেধাজ্ঞা বহাল হওয়ার আগে সেই অঙ্ক ছিল ৭০০ কোটি ডলারেরও বেশি। শুধুমাত্র আকরিক লোহা নয়, সামগ্রিকভাবে দেশটির খনন শিল্প এবং রপ্তানির ওপরই এই নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব পড়ে।

৬. শ্রীলংকায় নারকেল তেলের উত্পাদন কমেছে; বেড়েছে পাম অয়েলের আমদানি

শ্রীলংকায় নারকেল তেলের উত্পাদন ব্যাপকভাবে কমে যাওয়ায়, ২০১৩ সালে পাম অয়েলের আমদানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালে নারকেল তেলের উত্পাদন কমেছে আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ এবং পাম অয়েলের আমদানি বেড়েছে আগের বছরের তুলনায় ৪১ শতাংশ।

এদিকে, ২০১৩ সালে দেশটিতে নারকেলের উত্পাদন এর আগের বছরের তুলনায় ১৪.৫ শতাংশ কমেছে এবং নারকেলের রপ্তানি আগের বছরের তুলনায় কমেছে ২ শতাংশ। ২০১২ সালে কম বৃষ্টিপাতের দীর্ঘমেয়াদী প্রভাবেই ২০১৩ সালে নারকেলের উত্পাদন কম হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উত্পাদন কম হওয়ায় এ বছর নারকেলের দামও তুলনামূলকভাবে বেড়ে যায়।

(আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040