Web bengali.cri.cn   
চীন ও বৃটেনের উচ্চপর্যায়ের সাংস্কৃতিক বিনিময়ের দ্বিতীয় সম্মেলনে দু'দেশের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা
  2014-04-23 19:50:20  cri
এপ্রিল ৪: চীন ও বৃটেনের উচ্চ পর্যায়ের সাংস্কৃতিক বিনিময়ের দ্বিতীয় সম্মেলন বুধবার পেইচিংয়ে শুরু হয়। চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং এবং বৃটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরোন যথাক্রমে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অভিনন্দন বার্তা পাঠান।

অভিনন্দন বার্তায় লি খে ছিয়াং বলেন, চীন ও বৃটেনের সুদীর্ঘ ইতিহাস ও উজ্জ্বল সংস্কৃতি আছে। দু'দেশের বিনিময় আগে ছিলো পূর্ব ও পশ্চিমা দেশগুলোর বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। ২০১২ সালে চীন ও বৃটেনের মধ্যে ইইউ'র যে কোনো সদস্য দেশের সঙ্গে চীনের প্রথম উচ্চ পর্যায়ের সাংস্কৃতিক বিনিময় ব্যবস্থা গঠন করা হয়। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, ক্রীড়া, তথ্যমাধ্যম ও যুবকসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের মধ্যে ফলপ্রসূ বিনিময় ও সহযোগিতা চালু হয়েছে, ফলে দু'দেশের জনগণের মধ্যে ব্যাপক ও সক্রিয় প্রভাব সৃষ্টি হয়।

লি খে ছিয়াং আরো বলেন, এবারের সম্মেলন চীন-বৃটেনের সম্পর্কের আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টির জন্য নতুন অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অভিনন্দন বার্তায় ক্যামেরোন বলেন, গত বছর চীন সফরকালে আমি বৃটেন ও চীনের সম্পর্কের বিশাল সম্ভাবনা স্বচক্ষে দেখেছি। বৃটেন চীনের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় সুসংহত করে যৌথভাবে বৃটেন ও চীনের সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।

লিলি/টুটুল

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040