Web bengali.cri.cn   
'সামুদ্রিক সহযোগিতা ২০১৪'-বহুপক্ষীয় সামরিক মহড়া ছিংতাও-এ অনুষ্ঠিত
  2014-04-23 19:05:22  cri

এপ্রিল ২৩: 'সামুদ্রিক সহযোগিতা ২০১৪'-বহুপক্ষীয় সামরিক মহড়া বুধবার চীনের ছিংতাও শহরে অনুষ্ঠিত হয়েছে।

চীন, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনেই এই ৮টি দেশের ১৯টি নৌ-জাহাজ, ৭টি হেলিকপ্টার এবং মেরিন সৈন্য এবারের মহড়ায় অংশগ্রহণ করে। মহড়ায় সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা যৌথ সামুদ্রিক উদ্ধারসহ নৌ-বহর যোগাযোগ, নৌ-বহর মোতায়েন, সামুদ্রিক সরবরাহ, যৌথ অপহরণ দমন এবং হালকা অস্ত্র বর্ষণ এ ৬টি বিষয়ে অংশগ্রহণ করে ।

সকাল ৯টায় মহড়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সংশ্লিষ্ট দেশের নৌ-বাহিনীর সঙ্গে আদানপ্রদান জোরদার করার লক্ষ্যে এবারের সামুদ্রিক মহড়া অনুষ্ঠিত হয়। (স্বর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040