Web bengali.cri.cn   
ছিং তাও-এ ভারতের 'শিবালিক' জাহাজে অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজিত
  2014-04-23 19:03:19  cri
এপ্রিল ২৩: চীনের ছিং তাও শহরে 'সামুদ্রিক সহযোগিতা-২০১৪' নামক বহুপক্ষীয় সামরিক মহড়ায় অংশগ্রহণকারী ভারতের 'শিবালিক' জাহাজে মঙ্গলবার এক অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজিত হয়। চীনের নৌবাহিনীর সেনাপতি উ শেং লি এবং চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত আশোক কানথা এ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শিবালিক জাহাজটি গত রোববার ছিং তাও-এ পৌঁছে। মঙ্গলবার তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এদিন ১১০০ জন চীনা নাগরিক, ৩৭৫ জন চীনা নৌ-সেনা এবং ভারতের ৫০জন বন্ধুত্বপূর্ণ ব্যক্তি এ জাহাজ পরিদর্শন করেন।

এর পাশাপাশি ভারতের নৌ-বাহিনীর উপ-সেনাপতি এস.এন.ঘরমাদ এবং অন্যান্য সামরিক প্রতিনিধি একই দিন অনুষ্ঠিত পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নৌ-ফোরামে অংশগ্রহণ করেন। (স্বর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040