Web bengali.cri.cn   
ফিলিস্তিন-ইসরাইল আলোচনার মেয়াদ দীর্ঘায়িত করতে শর্ত উল্লেখ মাহমুদ আব্বাসের
  2014-04-23 18:27:17  cri
এপ্রিল ২৩: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার প্রথম বারের মতো প্রকাশ্যে চলমান ফিলিস্তিন-ইসরাইলের শান্তি আলোচনার শর্ত উল্লেখ করেছেন এবং ইসরাইল দীর্ঘকাল ধরে ফিলিস্তিনের স্বায়ত্তশাসিত অঞ্চল দখল করে ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার পরিচালনার দক্ষতা বঞ্চিত করেছে বলে নিন্দা করেছেন।

এ দিন রামাল্লাহতে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে ইসরাইলের সাংবাদিকদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করার সময় আব্বাস বলেন, কেবল ইসরাইল আটককৃত সর্বশেষ কিস্তি ফিলিস্তিনী ব্যক্তিদের মুক্তি দিতে রাজি হলে এবং পরবর্তী তিন মাসের মধ্যে সীমারেখা ভাগ করার সমস্যা সমাধানের প্রচেষ্টা চালালে ২৯ এপ্রিল শেষ হওয়া ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি আলোচনার মেয়াদ দীর্ঘায়িত করতে সম্মতি প্রকাশ করবে ফিলিস্তিন।

একই দিন আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের জাতীয় মুক্তি আন্দোলনের ফাতাহের প্রতিনিধি দল ২০০৭ সালে ফিলিস্তিনের অভ্যন্তরীণ সংঘর্ষের পর প্রথম বারের মতো গাজা অঞ্চলে প্রবেশ করে এবং এ অঞ্চলের নিয়ন্ত্রিত দল হামাসের সঙ্গে অভ্যন্তরীণ বিষয়ে এক আপোষ বৈঠকে মিলিত হয়। ফাতাহের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এবারের বৈঠকের উদ্দেশ্য হচ্ছে এর আগে মিশরের রাজধানী কায়রোয় স্বাক্ষরিত ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ের আপোষ চুক্তি আর কাতারে স্বাক্ষরিত 'দোহা ঘোষণা' কার্যকর করা। (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040