Web bengali.cri.cn   
চলতি বছর চীনে নতুন জ্বালানি চালিত গাড়ি বিক্রির পরিমাণ দিগুণ হবার আশা প্রকাশ
  2014-04-23 17:58:06  cri
এপ্রিল ২৩: চলতি বছর চীনে নতুন জ্বালানি চালিত গাড়ি বিক্রির পরিমাণ ৩৫ হাজারে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে, যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১০০ শতাংশ বৃদ্ধি পাবে।

মঙ্গলবার পেইচিংয়ে অনুষ্ঠিত ২০১৪ সালের চীনের গাড়ি ফোরামের সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

চলতি বছরকে চীনে নতুন জ্বালানি চালিত গাড়ি শিল্পের উন্নয়নের প্রথম বছর বলে মনে করা হচ্ছে। চীনের কেন্দ্রীয় সরকারের নতুন নীতিমালা এবং আঞ্চলিক সরকারের ভর্তুকি প্রদানের সিদ্ধান্ত প্রণয়ন করার সঙ্গে সঙ্গে চীনে নতুন জ্বালানি চালিত গাড়ির বাজারজাতকরণ প্রক্রিয়া ধীরে ধীরে দ্রুততর হচ্ছে।

অন্য দিকে চীনের গাড়ি শিল্প সমিতির সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বর্তমানে চীনের নতুন জ্বালানি চালিত গাড়ির উন্নয়ন সরকারী নীতিমালার অস্থিতিশীল সমস্যার সম্মুখীন হচ্ছে।

তা ছাড়া, চীনে নতুন জ্বালানি চালিত গাড়ির ক্ষেত্রে পণ্যের মানদণ্ডের অপূর্ণাঙ্গ ব্যবস্থা, উন্নত কেন্দ্রীয় প্রযুক্তির অভাবসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভাব রয়েছে।

বর্তমানে চীন সরকার বিদ্যুত চালিত গাড়ির শক্তি নবায়ন, ক্রয় এবং সুবিধাজনক উপায়ে ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি নীতিমূলক সমর্থন দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। চলতি বছর বিদ্যুত চালিত গাড়ির আরো সুষ্ঠু ও দ্রুত উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।

লিলি/টুটুল

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040