Web bengali.cri.cn   
চলতি বছর 'ভারত-চীন বন্ধুত্ব বিনিময়ের বছর': বিক্রম সিং
  2014-04-23 17:50:44  cri

এপ্রিল ২৩: চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ভারত। চলতি বছর 'ভারত-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনিময়ের বছর।' মঙ্গলবার নয়া দিল্লী সফররত চীনের গণ মুক্তি ফৌজের উপ-জেনারেল স্টাফ ছি চিয়েন কুও'র সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন দেশটির সেনাবাহিনীর প্রধান বিক্রম সিং।

সাক্ষাতে সিং বলেন, সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা বজায় রেখে দু'পক্ষের সেনা বাহিনীর সম্পর্ক উন্নত করতে হবে।

এ সময় ছি চিয়েন কুও বলেন, 'চীন-ভারত সীমান্ত সহযোগিতা চুক্তি' যথাযথভাবে বাস্তবায়ন করবে দু'দেশ। পাশাপাশি, বিনিময় ও সহযোগিতা গভীর করে দু'দেশের সেনাবাহিনীর মজবুত সম্পর্ক তৈরির আশা করেন চিয়েন কুও। (জিনিয়া ওয়াং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040