Web bengali.cri.cn   
ভারতের অসমে দেড় শতাধিক অর্থলগ্নি সংস্থার মালিকপক্ষকে আদালতে হাজিরার নির্দেশ
  2014-04-23 16:51:47  cri
এপ্রিল ২৩: ভারতের অসমে সক্রিয় ১৬৭টি অর্থলগ্নি সংস্থার মালিকপক্ষকে এক সপ্তাহের মধ্যে আদালতে হাজির করাতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট। মঙ্গলবার এক শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

জীবন সুরক্ষা, সারদা, ফিনিক্স, ইউনিপে-সহ বিভিন্ন অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে হাইকোর্টে বহু মামলা হয়েছে এবং হাইকোর্টও স্বতঃপ্রণোদিত হয়ে কয়েকটি মামলা চালাচ্ছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তিন মাস আগে আদালতে যৌথ শুনানি হয়। তখনই হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, সব ক'টি সংস্থাকে হাজির হওয়ার নোটিস পাঠাতে হবে। মঙ্গলবারের শুনানির সময় রাজ্য জানায়, সংস্থাগুলিকে নোটিস পাঠানো হয়নি। অর্থলগ্নি সংস্থায় প্রতারিত ব্যক্তিদের টাকা ফেরত দিতে, প্রতিটি জেলায় একটি করে সমিতি গঠন করে টাকার হিসেব জোগাড়ের নির্দেশও পালন করা হয়নি বলে শুনানির সময় জানানো হয়। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040