Web bengali.cri.cn   
কোরীয় উপদ্বীপের সংশ্লিষ্ট পক্ষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান চীনের
  2014-04-22 19:50:41  cri

এপ্রিল ২২: উত্তর কোরিয়া সম্ভবত পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে দক্ষিণ কোরিয়া যে মন্তব্য করেছে, এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং মঙ্গলবার অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান অবস্থায় চীন কোরীয় উপদ্বীপের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানায়।

এসময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ছিন কাং বলেন, বর্তমান অবস্থায় চীন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে শান্তি ও সংযম বজায় রাখা, অবিচলিতভাবে কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণের লক্ষ্য বাস্তবায়নের প্রচেষ্টা চালানো, সংলাপ ও আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যার সমাধান করাসহ কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার আহ্বান জানায়। (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040