Web bengali.cri.cn   
বিরূপ আবহাওয়ার কারণে নিখোঁজ বিমান অনুসন্ধানকাজ ব্যাহত
  2014-04-22 17:30:21  cri

এপ্রিল ২২: সমুদ্রের নির্ধারিত অনুসন্ধানস্থলে বিরূপ আবহাওয়া বিরাজ করায় আকাশ থেকে নিখোঁজ মালয়েশীয় বিমানের অনুসন্ধানকাজ চালানোর মঙ্গলবারের পূর্বপরিকল্পনা বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়ার পার্থ থেকে জয়েন্ট এজেন্সি কোঅর্ডিনেশান সেন্টার (জেএসিসি) এ তথ্য জানায়।

এক বিবৃতিতে জেএসিসি জানায়, ট্রপিক্যাল সাইক্লোন 'জ্যাক'-এর কারণে সংশ্লিষ্ট অনুসন্ধান এলাকার সাগর উত্তাল রয়েছে এবং সেখানে কোনোকিছু ভালো করে দেখাও যাচ্ছে না। এ অবস্থায় আকাশ থেকে অনুসন্ধান চালানো অর্থহীন এবং অনুসন্ধানকারীদের জন্য তা বিপজ্জনক হতে পারে। তবে, অনুসন্ধানকাজে রত ১০টি জাহাজ পূর্বপরিকল্পনা অনুসারেই কাজ করবে বলে বিবৃতিতে জানানো হয়।

এর আগে সোমবার জেএসিসি জানায়, মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে সমুদ্রগর্ভের নির্ধারিত অঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশে অনুসন্ধান চালিয়েও বিমানসংশ্লিষ্ট কিছু পায়নি স্বয়ংক্রিয় ডুবোযান 'ব্লুফিন-২১'। এদিন ১০টি সামরিক বিমান ও ১২টি জাহাজ ৪৯,৪৯১ বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় অনুসন্ধান চালায়। (আকাশ/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040