Web bengali.cri.cn   
সমুদ্রের নিচের নির্ধারিত দুই-তৃতীয়াংশ অঞ্চলে অনুসন্ধান শেষেও কিছু পায়নি ব্লুফিন-২১
  2014-04-21 15:30:33  cri

এপ্রিল ২১: মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে সমুদ্রগর্ভের নির্ধারিত অঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশে অনুসন্ধান চালিয়েও বিমানসংশ্লিষ্ট কিছু পায়নি স্বয়ংক্রিয় ডুবোযান 'ব্লুফিন-২১'। অস্ট্রেলিয়ার পার্থে 'জয়েন্ট এজেন্সি কোঅর্ডিনেশান সেন্টার' (জেএসিসি) সোমবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এদিন ভোরে ব্লুফিন-২১ সমুদ্রগর্ভে এর অষ্টম অনুসন্ধান মিশন শেষ করে।

উল্লেখ্য, অনুসন্ধানকাজে ১০ বিমান ও ১১টি জাহাজও নিয়োজিত আছে। সোমবারে প্রায় ৪৯,৪৯১ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায় অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত হয়। (আকাশ/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040