Web bengali.cri.cn   
যৌথ নৌ-মহড়ার যুদ্ধ জাহাজগুলো নোঙ্গর করেছে চীনের বন্দরে
  2014-04-20 19:07:53  cri

এপ্রিল ২০: চলতি বছরে নৌ-মহড়ায় অংশ নিতে চীনের ছিং তাও শহরের বন্দরে পৌঁছেছে বিদেশী যুদ্ধ জাহাজগুলো। শনিবার সকাল ১০টায় পাকিস্তান থেকে শমসের, ইন্দোনেশিয়া থেকে ক্রিবাঞ্জারমাসিন, সিঙ্গাপুরের ফোর্মিদাব্লে, ভারতের শিভালিক ও মালয়েশিয়ার কাস্তুরি তা কাং বন্দরে এসে পৌঁছায়।

এছাড়া, দুপুর সাড়ে বারোটায় পৌঁছায় ব্রুনাইয়ের জাহাজ দারুল-এহসান। শুক্রবার বাংলাদেশের যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর চীনে নোঙ্গর ফেলে।

'সামুদ্রিক সহযোগিতা-২০১৪' শিরোনামে এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাশাপাশি, চীনের নৌবাহিনীর 'উত্তর সাগর ফ্লিট' এবারের যৌথ মহড়ায় অংশ নেবে।

গভীর সমুদ্রে যৌথ উদ্ধার অভিযান পরিচালনায় দক্ষতা বাড়ানো ও বিভিন্ন দেশের নৌ বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করা এ মহড়ার মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

(লিলি/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040