Web bengali.cri.cn   
উত্তর কোরিয়ার 'চ্যালেঞ্জ' মোকাবিলা করতে সহযোগিতা জোরদার করবে ওয়াশিংটন-সিউল: যৌথ বিবৃতি
  2014-04-18 17:04:06  cri
এপ্রিল ১৮: উত্তর কোরিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করবে। ওয়াশিংটনে দু'দেশের সামরিক কর্মকর্তাদের দু'দিনব্যাপী আলোচনা শেষে শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, সম্প্রতি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ, ছোট আকারের চালকবিহীন বিমানের পরীক্ষা ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষাসহ বিভিন্ন উস্কানিমূলক আচরণের মাধ্যমে কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা নষ্ট করেছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটন-সিউল সহযোগিতা আরো জোরদার করতে হবে।

গণবিধ্বংসী অস্ত্র নির্মূল এবং টেলিযোগাযোগ ও ইন্টারনেটসহ অন্যান্য বিষয় নিয়েও দু'পক্ষের মধ্যে মত বিনিময় হয়েছে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়। (ওয়াং হাইমান/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040