Web bengali.cri.cn   
ইউক্রেন ইস্যুতে পদক্ষেপ নিতে বান কি মুনের আহ্বান
  2014-04-18 15:47:14  cri
এপ্রিল ১৮: ইউক্রেন ইস্যুতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চার পক্ষকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সেই সঙ্গে এ বৈঠককে স্বাগত জানান তিনি।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এসব তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, চলমান সংকট মোকাবেলায় বিভিন্ন পক্ষ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বান কি মুন জোর দিয়ে বলেন, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে গঠনমূলক ও কার্যকর বৈঠক ইউক্রেন সংকট মোকাবিলার একমাত্র উপায়।

বিবৃতিতে মহাসচিব বলেন, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এখনও অস্থিতিশীল। বিভিন্ন পক্ষ আন্তরিকতার সঙ্গে এ সংকট নির্মূলে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040