Web bengali.cri.cn   
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর দ্বিতীয় দফায় ৬৯ শতাংশ ভোট গৃহীত
  2014-04-18 15:07:10  cri

এপ্রিল ১৮: ভারতের সাধারণ নির্বাচনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট গ্রহণে ৬৯ শতাংশ ভোট গৃহীত হয়েছে। বৃহস্পতিবার কোন রকম সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান নির্বাচন কমিশনার উমাং নারুলা জানান, "আজ সন্ধ্যায় ভোট গণনা শেষে দেখা যায় প্রায় ৬৯ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছে।" তিনি জানান, "সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সাংবিধানিক আসনটিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং যতদূর জানা যায় কোন ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি।"

কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মুতে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারুলা।

সাধারণ নির্বাচনে কাশ্মীরের ওই আসনটিতে ২,০৫১ টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল। যার মধ্যে ১৯৮টি কেন্দ্রকে 'খু্বই স্পর্শকাতর' হিসেবে ঘোষণা দেয়া হয়।

এর আগে, প্রথম দফায় ৬৮ শতাংশ ভোট গৃহীত হয়। দ্বিতীয় দফার পর ওই অঞ্চলে আরো তিন দফায় ভোট অনুষ্ঠিত হবে।

ভোটে ক্ষমতাসীন কংগ্রেস জোটের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী গোলাম নবী আজাদ, ভারতীয় জনতা পার্টির জিতেন্দ্র সিং ও পিপল ডেমোক্রেটিক পার্টি প্রার্থী আরশাদ মালিকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।#

(তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040