Web bengali.cri.cn   
চীন সফর করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন
  2014-04-18 10:22:13  cri
এপ্রিল ১৮: আগামী মে মাসে চীন সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার একথা জানান তিনি।

পুতিন বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক, উচ্চ পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতামূলক যোগাযোগ রয়েছে। দু'দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বিশ্বের স্থিতিশীলতা রক্ষায় মস্কো ও পেইচিং-এর শক্তিশালী সম্পর্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া, এশীয় অঞ্চলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন রুশ প্রেসিডেন্ট।

জানা গেছে, চীন সফরকালে সাংহাইতে এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহায়তা ও আস্থা সম্পর্কিত সম্মেলনে অংশ নেবেন পুতিন।

(ছাই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040