Web bengali.cri.cn   
চির বিদায় নিলেন নোবেল বিজয়ী ঔপন্যাসিক মার্কেস
  2014-04-18 09:49:26  cri
এপ্রিল ১৮: ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে চির বিদায় নিলেন কলম্বিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার পরিবার থেকে এ খবর জানানো হয়েছে।

বেশ কিছুদিন ধরেই মার্কেস অসুস্থ ছিলেন। এর কিছু দিন আগেই হাসপাতালে থেকে বাড়ি ফেরেন তিনি। শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠলেও বয়সের কারণে নানা জটিলতায় ভুগছিলেন মার্কেস। মেক্সিকোর সিটি হাসপাতালে তার ফুসফুস ও মূত্রনালির সংক্রমণের চিকিৎসা চলছিল।

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের জন্ম ১৯২৭ সালের ৬ মার্চ। তিনি গাবো নামেও পরিচিত ছিলেন।

তিনি ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 'নিঃসঙ্গতার এক শতাব্দী' বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষ পরিচিত।

গার্সিয়া মার্কেসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্টোস। তার প্রয়াণ 'কলম্বিয়ায় শতাব্দী ব্যাপী নিঃসঙ্গতা ও শোক সৃষ্টি করেছে' বলে প্রেসিডেন্ট মন্তব্য করেন।#

(তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040