Web bengali.cri.cn   
নিরাপত্তা পরিষদে ইউক্রেন পরিস্থিতির ওপর জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদন নিয়ে উন্মুক্ত আলোচনা
  2014-04-17 19:14:47  cri
এপ্রিল ১৭: নিরাপত্তা পরিষদ বুধবার ইউক্রেন পরিস্থিতির ওপর জেনিভা থেকে প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদন নিয়ে একটি উন্মুক্ত সম্মেলনের আয়োজন করে। আলোচনায় রুশ প্রতিনিধি মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনটিকে 'পক্ষপাতদুষ্ট' হিসেবে আখ্যায়িত করলেও, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা একে স্বাগত জানান।

সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী সচিব আইভান সিমোনোভিচ জানান, প্রকাশিত প্রতিবেদন অনুসারে ১৬ মার্চে ক্রাইমিয়ায় অনুষ্ঠিত গণভোট অবাধ ও সুষ্ঠু হয়নি। বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে তদন্ত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সম্মেলনে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি লিউ চিয়ে ই বলেন, বর্তমানে ইউক্রেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিদ্যমান আইনী কাঠামোর আওতায় সংলাপের মাধ্যমে মতভেদ দূর করা। (শুয়েই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040