Web bengali.cri.cn   
নেপালের পানি ও বিদ্যুত খাতের উন্নয়নে ৬০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে আইএফসি
  2014-04-17 16:45:48  cri
এপ্রিল ১৭: নেপালের পানি ও বিদ্যুত খাতের উন্নয়নে ৬০০ কোটি মার্কিন ডলার পুঁজি বিনিয়োগ করবে বিশ্বব্যাংক গ্রুপের সদস্যপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশান (আইএফসি)। নেপালের 'গোর্খাপত্র' পত্রিকার ওয়েবসাইটে বুধবার এ খবর প্রকাশিত হয়।

খবরে বলা হয়েছে, সম্প্রতি নেপালের অর্থমন্ত্রী রামশরন মাহাত ওয়াশিংটনে আইএফসি'র কর্মকর্তা ছাই চিন ইউুং-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মাহাত বলেন, আইএফসি'র পুঁজি নেপালের পানি ও বিদ্যুত খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।

এসময় ছাই চিন ইয়ুং বলেন, পানি ও বিদ্যুত খাত ছাড়াও, আইএফসি নেপালের পর্যটন ও টেলিযোগাযোগ খাতে পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী। (শুয়েই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040