Web bengali.cri.cn   
এ বছরে সারা বিশ্বে স্মার্ট মোবাইল ও ট্যাবলেট পিসির বিক্রির পরিমাণ অব্যাহতভাবে বৃদ্ধি
  2014-04-17 16:03:27  cri

সারা বিশ্বে স্মার্ট মোবাইল ও ট্যাবলেট পিসির বিক্রির পরিমাণ অব্যাহতভাবে বৃদ্ধি পাবে। কিন্তু পিসির বিক্রির পরিমাণ অব্যাহতভাবে হ্রাস পাবে। সার্ভার, স্টোরিজ, নেট ও সফ্টওয়ার এসব খাতে বিক্রির পরিমাণ ২০১৩ সালের তুলনায় ভালো হবে। দুই: আপেল ও অ্যান্ড্রয়েডের ষষ্ট দফায় প্রতিদ্বন্দ্বিতা শুরু স্যামসাং'র নেতৃত্বে অ্যান্ড্রয়েডের বিক্রির পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাবে। অন্যদিকে আপেলের উচ্চ মূল্য ও অপরেটিং সিস্টেমের সুবিধা অব্যাহত থাকবে। একই সঙ্গে গুগল প্লে'র এ্যাপলিকেশনের ডাউনলোড ও আয় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তিন: আমাজন ঐতিহ্যবাহী আইটি সরবরাহকারীদের বিরুদ্ধে আক্রমণ শুরু করবে আমাজনের নেট সেবা বা এ ডাব্লিউ এস'র কারণে পুরোন ঐতিহ্যবাহী সবররাহকারীদেরকে জরুরি সংস্কার ত্বরান্বিত করতে তাগিদ দেওয়া হবে। আইডিসির পুর্বাভাসে গুগল এ প্রতিদ্বন্দ্বিতায় যোগ দেবে। চার: নতুন বাজারে পুনরায় ১০ শতাংশের বেশি বৃদ্ধি পাবে নতুন বাজারে আইটি'র খাতের আয় সারা বিশ্বের মোট পরিমাণের ৩৫ শতাংশ। দু'হাজার চৌদ্দ সালে এ সংখ্যা প্রথমবারের মত ৬০ শতাংশের বেশি হবে। আইডিসির পুর্বাভাসে মার্কিন ডলারে হিসাব করে চীনে আইটির খাতে ব্যয় বৃদ্ধির হার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান হবে। কিন্তু চীনের বাজারের আকার মার্কিন যুক্তরাষ্ট্রের তিন ভাগের এক ভাগ। পাঁচ: ক্লাউড বাজারের মূল্য ১০০ বিলিয়ান মার্কিন ডলারে পৌঁছবে ক্লাউড সেবা ও সংশ্লিষ্ট প্রযুক্তি ২০১৪ সালে ২৫ শতাংশ বাড়বে, যা ১০০ বিলিয়ান ডলারে পৌঁছবে। আইডিসির পুর্বাভাসে ডাটা কেন্দ্রের উপাত্ত ব্যাপক বৃদ্ধি পাবে। যার কারণ হলো ক্লাউড সংশ্লিষ্ট প্রস্তুতকারী বিশ্বব্যাপী উন্নয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে। ছয়: ক্লাউড সেবাদানকারী আইটি বাজারের চালিকাশক্তিতে পরিণত হবে ক্লাইড সেবা কেন্দ্রের পরিসংখ্যানের সংখ্যা ও গুরুত্ব বৃদ্ধির কারণে এর সেবাকারীরা সার্ভার, স্টোরিজ ও নেট সংশ্লিষ্ট যন্ত্র বাজারের চালিকাশক্তিতে পরিণত হবে। সাত: বিগ ডাটা ব্যয় উন্নত আইডিসির পুর্বাভাসে ২০১৪ সালে বিগ ডাটা প্রযুক্তি ও সেবায় ব্যয় হবে ১৪ বিলিয়ান মার্কিন ডলারের বেশি। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি। আইডিসি জানায়, উপাত্ত বিশ্লেষণ ব্যাপক বৃদ্ধি পাবে। এর কারণে সেবা প্রদানকারীর সংখ্যা তিন বছরের মধ্যে দ্বিগুণ বেড়ে যাবে। আট: সামাজিক এন্টারপ্রাইজ আসছে আইডিসির পুর্বাভাসে সামাজিক যোগাযোগ প্রযুক্তিগুলিকে ক্রমান্বয়ে বিদ্যমান এন্টারপ্রাইজের কাজে ব্যবহার করা হবে। আইডিসি জানায়, সামাজিক যোগাযোগে যে পরিসংখ্যান রয়েছে, সেগুলো পণ্য ও সেবা উন্নয়নে সমর্থন দিয়ে যাবে। ২০১৭ সালের মধ্যে ৮০ শতাংশ 'ওয়েল্থ'-এর টপ ৫০০'র কোম্পানির সক্রিয় গ্রাহকের সংখ্যা বর্তমান ৩০ শতাংশের তুলনা অনেক বাড়বে। নয়: দ্য ইন্টারনেট অব থিংস্ আসছে ২০২০ সাল পর্যন্ত The Internet of things-এর ৩০ বিলিয়ান স্বয়ংক্রিয় সংযোগ টার্মিনাল থাকবে। এ খাতে মোট আয় দাড়াবে ৮.৯ ট্রিলিয়ান মার্কিন ডলার। চীন এ বাজরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করবে। ২০৩০ সালে চীনের সাধারণ পরিবারে ৪০-৫০টি স্মার্ট সরঞ্জাম বা সেন্সের যন্ত্র থাকবে। প্রতিবছর ২০টিবি ডাটা সৃষ্টি হবে। দশ: সব শিল্পকে ডিজিটাইজেশন করা হবে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত আইটি বিভাগের বহির জগতে এ খাতের আয় প্রতি বছরে ৬০ শতাংশ করে বাড়বে।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040