Web bengali.cri.cn   
মেক্সিকোয় প্রথমবারের মতো 'বৈশ্বিক অংশীদারি সম্পর্ক' বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত
  2014-04-16 17:31:52  cri
এপ্রিল ১৬: মেক্সিকোর মেক্সিকো শহরে মঙ্গলবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ' বৈশ্বিক অংশীদারি সম্পর্ক' বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন। জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ উন্নয়ন কার্যক্রম সংস্থার মহাপরিচালক হেলেন ক্লার্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের শীর্ষ নেতা এবং ১৩০টিরও বেশি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহল, সহযোগিতা উন্নয়ন সংস্থা ও বেসরকারি সংস্থার সাড়ে তিন হাজার প্রতিনিধি এবারের এ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বান কি-মুন এক নতুন আকারের উন্নয়ন ও সহযোগিতামূলক বৈশ্বিক অংশীদারি সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।যাতে জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করা যায়। দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিশ্বের উন্নয়নে এক নতুন দৃষ্টিকোণ সৃষ্টি করেছে বলেও তিনি এসময় উল্লেখ করেন। (ওয়াং হাইমান/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040