Web bengali.cri.cn   
অনলাইনে বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রির শেষ পর্যায় শুরু; প্রথম ৪ ঘন্টায় বিক্রি সোয়া লাখ টিকিট
  2014-04-16 15:43:14  cri

এপ্রিল ১৬: মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রির শেষ পর্যায় শুরু হওয়ার প্রথম চার ঘন্টায় ১২৬,৮৩৭টি টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের। 'ফিফা ডট কম'-এর মাধ্যমে ৬৩.৪ শতাংশ টিকিট ব্রাজিলীয়রা এবং বাকি ৩৬.৬ শতাংশ টিকিট ক্রয় করেছেন বিশ্বের অন্যান্য দেশের নাগরিকরা। 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে এখনো টিকিট বরাদ্দ দেওয়া হচ্ছে।

ফিফা-র ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি অনুসারে, আগামী ১৮ এপ্রিল থেকে বিশ্বকাপের সবকটি ভেন্যুতে টিকিট কেন্দ্র খোলা হবে এবং অনলাইনে যারা টিকিট কিনছেন তারা সেখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া, পয়লা জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ফিফার নির্ধারিত টিকিট কেন্দ্র থেকে সরাসরি টিকিট কেনা যাবে। উল্লেখ্য, ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যে উদ্বোধনী খেলার মাধ্যমে আগামী ১২ জুন সাও পাওলোতে শুরু হবে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। (প্রকাশ/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040