Web bengali.cri.cn   
আফগানিস্তানের শিক্ষাখাতে আরো সহায়তা করতে চীনের প্রতি আহ্বান জানালেন আফগান মন্ত্রী
  2014-04-16 14:52:36  cri
এপ্রিল ১৬: আফগানিস্তানের শিক্ষামন্ত্রী ডক্টর ফারুক ওয়ার্দাক তার দেশে শিক্ষাখাতে আরো বেশি সহায়তা দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার কাবুল বিশ্ববিদ্যালয়ে চীনের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। নবপ্রতিষ্ঠিত কেন্দ্রটি আফগানিস্তানের শিক্ষা ও বিজ্ঞান গবেষণা উন্নয়নের প্লাটফর্ম হিসেবে কাজ করবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত আফগানিস্তানে চীনের রাষ্ট্রদূত তেং সিচুন আশা প্রকাশ করেন যে, নতুন এই কেন্দ্রটি চীন-আফগান সম্পর্ক আরো জোরদার করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তিনি বলেন, গত ১২ বছরে চীন আফগানিস্তানের সেচ ব্যবস্থা, উচ্চশিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদান রেখে আসছে। চীন অব্যাহতভাবে দেশটিকে সহায়তা করে যাবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, কাবুল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ১০ লাখ ইউয়ান বা এক কোটি ৩০ লাখ মার্কিন ডলার এবং সময় লেগেছে ১৯ মাস। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040