Web bengali.cri.cn   
আবুধাবির মাঠে গড়াচ্ছে জমকালো আইপিএলের আসর
  2014-04-16 09:59:18  cri
এপ্রিল ১৬: বিশ্বের জমকালো ক্রিকেট প্রতিযোগিতা ভারতীয় প্রিমিয়ার লীগ- আইপিএলের সপ্তম আসরের পর্দা উঠছে আজ। টুর্নার্মেন্ট শুরু হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও ২০১২ সালের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স-এর খেলা দিয়ে। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দু'টি।

এর আগে, স্পট ফিক্সিং-এর ঘটনায় গত আসর বেশ সমালোচিত হওয়ায় চলতি বছর আইপিএল অনুষ্ঠিত হওয়া নিয়ে বেশ শঙ্কা দেখা দেয়। তবে সব জল্পনা কল্পনা ছাপিয়ে ব্যাট-বলের কঠিন লড়াই শুরু হতে যাচ্ছে আজ।

ভারতের সাধারণ নির্বাচনের কারণে নিরাপত্তা ঝুঁকিতে টুর্নামেন্টের প্রথম পর্বের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ২০ ম্যাচ শেষে আগামী ২ মে'তে ভারতের মাটিতে ফিরবে টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১ জুন মুম্বাই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

২০০৯ সালে ভারতের সাধারণ নির্বাচনের জন্য আইপিএলের টুর্নামেন্টের দ্বিতীয় আসর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল।

এবারের আসরে খেলছে আটটি দল। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস, ২০১০ ও ২০১১ সালের চ্যাম্পিয়ন ও বর্তমান রানার্স আপ চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যলেঞ্জার ব্যাঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস, রাজস্থান রায়্যালস ও সানরাইজার্স হায়দারাবাদের মধ্যে অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই।#

তৌহিদ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040