Web bengali.cri.cn   
চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2014-04-15 20:33:04  cri

এপ্রিল ১৫: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (মঙ্গলবার) পেইচিংয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও রাশিয়ার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক হচ্ছে বর্তমান বিশ্বের কৌশলগত তাতপর্যপূর্ণ দেশের সম্পর্ক। বিশ্ব ও অঞ্চলের শান্তি, নিরাপত্তা ,স্থিতিশীলতা ও ন্যায়পরায়নতা রক্ষার জন্য দু'দেশের সর্ব ক্ষেত্রে আরো বেশি সহযোগিতা করতে হবে এবং উচ্চ পর্যায়ে দু'দেশের সম্পর্কের উন্নয়ন করতে হবে।

লাভরভ জানান, বর্তমান বিশ্বের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা ও আন্তর্জাতিক ন্যায়সঙ্গত অধিকার রক্ষার জন্য দু'দেশের ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখতে হবে।

এর পাশাপাশি তাঁরা ইউক্রেন পরিস্থিতি, কোরীয় উপ-দ্বীপের স্থিতিশীলতা ও ব্রিকস দেশসমূহের সাথে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে মত বিনিময় করেন। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040