Web bengali.cri.cn   
সি চিন পিং ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
  2014-04-15 19:07:19  cri

এপ্রিল ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মঙ্গলবার পেইচিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে সি চিন পিং বলেন, বর্তমানে চীন ও রাশিয়ার সম্পর্ক ইতিহাসের এক সবচেয়ে উপযোগী সময়, দু'পক্ষের উচিত পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও ব্যাপক বাস্তব সহযোগিতায় হস্তান্তর করা ।

এসময় লাভরভের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট সি।

আগামি মে মাসে পুতিন চীনে রাষ্ট্রীয় সফর করবেন এবং এশিয়ার পারস্পরিক সমন্বয় ও আস্থা সংক্রান্ত শাংহাই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন, এ ব্যাপারে পুতিনকে স্বাগতও জানান সি চিন পিং। চীন ও রাশিয়ার সম্পর্ক উন্নয়ন কেবল যে দু'দেশ ও দু'দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করেছে তা নয়, তা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতায় অপরিহার্য ভূমিকা পালন করতে পারবে বলেও প্রেসিডেন্ট সি উল্লেখ করেন।

সি চিন পিংকে রুশ প্রেসিডেন্টের শুভেচ্ছাও জানান লাভরভ। তিনি বলেন, রাশিয়া ও চীনের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কের সার্বিক উন্নয়ন বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। চীনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে রাশিয়া আগ্রহী বলেও তিনি জানান।(ওয়াং হাইমান/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040