Web bengali.cri.cn   
ইউক্রেনে গণভোট আয়োজনের সম্ভাবনার কথা জানালেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট
  2014-04-15 15:54:58  cri
এপ্রিল ১৫: দেশের পূর্বাঞ্চলের সংকট নিরসনে আলোচিত ফেডারেল ব্যবস্থার ওপর গণভোট আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্দার তুর্চিনভ। তিনি সোমবার দেশটির পার্লামেন্টে এ তথ্য জানান। তিনি বলেন, 'আমরা গণভোট আয়োজনের বিরুদ্ধে নই।" তিনি আগামী ২৫ মে প্রেসিডেন্ট নির্বাচনের সময় একই সাথে গণভোট আয়োজনেরও প্রস্তাব দেন।

তবে তিনি এসময় আশা প্রকাশ করেন, গণভোট আয়োজিত হলে ইউক্রেনের সংখ্যাগরিষ্ঠ মানুষ একটি 'অবিভক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক' ইউক্রেনের পক্ষে রায় দেবে। এসময় তিনি পূর্ব ইউক্রেনের ডনবাসে রুশপন্থীদের কর্মকাণ্ডকে 'আগ্রাসন' বলে আখ্যায়িত করেন। উল্লেখ্য, একটি শিথিল ফেডারেল ব্যবস্থার আওতায় বৃহত্তর স্বায়ত্বশাসনের দাবিতে পূর্ব ইউক্রেনের রুশপন্থী আন্দোলনকারীরা বেশ কয়েকটি সরকারি ভবন দখল করে রেখেছে।

এদিকে, এদিন ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে ফোনালাপের সময় তার দেশের পূর্বাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দেন। এসময় বান কি-মুন সমস্যা সমাধানে ইউক্রেন-রাশিয়া সরাসরি আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। ওদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনের অখণ্ডতা ও জাতীয় ঐক্য রাশিয়ার স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। পাশাপাশি তিনি এ লক্ষ্য অর্জনের জন্য দেশটিতে সাংবিধানিক সংস্কার সাধনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। (প্রেমা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040