Web bengali.cri.cn   
চলতি মাসের চীনের নানা খবরের উপর আলোকপাত
  2014-04-16 20:57:44  cri

আজকের অনুষ্ঠানে প্রথমেই আমরা চলতি মাসের চীনের বৈজ্ঞানিক প্রযুক্তি জগতের নানা খবরের ওপর আলোকপাত করব। খবরগুলোতে রয়েছে, সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ইউরোপ সফর সবার দৃষ্টি আকর্ষণ করে। কেবল সি চিন পিং নন,সঙ্গে থাকা তাঁর স্ত্রী পেং লিইউয়ানের ওপরও সুদৃষ্টি প্রদান করে তথ্যমাধ্যম। গত বছর একটি বিদেশ সফরের সময় পেং লিইউয়ান আই ফোন ব্যবহার করেছিলেন, তবে এবারের ইউরোপ সফরে তিনি চীনা ব্রান্ড জি টি ইর মোবাইফোন ব্যবহার করেন। ছবি থেকে আমরা দেখতে পারি তিনি জি টি ইর নুবিয়া ফোন নিয়ে ছবি তুলছেন।

আ লি বাবা কোম্পানির ইন্টারনেট আর্থিক পণ্য ইউয়ু এ পাওয়ের আয়ের হার হ্রাস পেয়েছে এবং তার মতো অনেক ইন্টারনেট আর্থিক পণ্যও কষ্টের সম্মুখীণ হয়।

চীনা কোম্পানি হুয়া ওয়ে প্রকাশিত ২০১৩ আর্থিক প্রতিবেদন অনুযায়ী হুয়া ওয়ে হলো বিশ্বের বৃহত্তম টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা । এখন শুনুন বিস্তারিত খবর।

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঁর স্ত্রী পেং লি ইউয়ান ইউরোপ সফর করেন।সফর কালে দুজন চীন ও জার্মানির তরুণদেরর মধ্যে অনুষ্ঠিত একটি মৈত্রী ফুটবল প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা চলাকালে পেং লি ইউয়ান তাঁর মোবাইলফোন নিয়ে ছবি তুলেন। পেং লি ইউয়ানের তোলা ছবি ইন্টারনটে অনেক জনপ্রিয়তা পেয়েছে ।

ইন্টারনেট ব্যবহারকারীরা শুধু পেং লি ইউয়ানের ফোনের পিছনের অংশ দেখতে পেরেছেন বলে তারা জানেন না এ ফোন কোন ব্র্যান্ডের। তবে তারা নিশ্চিত করেন যে, এ ফোন আই ফোন নয়।

পরে মোবাইলফোন অনুরাগীরা বলেন যে, এ ফোন ঠিক জি টি ইর নুবিয়া জি-৫ এবং এটি ১০০ ভাগ চীনের তৈরি।

পরে নুবিয়া তার সরকারি ওয়েব পো- মাইক্রোব্লগে এ খবর স্বীকার করে এবং লেখে যে, 'চীনের তৈরি চীনা স্বপ্নের সূচনা।' জি টি ইর টেলিযোগাযোগ এ মাইক্রোব্লগে ফরোয়ার্ড করে বলে 'ওহ, খুব গর্বিত। চীনের তৈরি ঠিক ইতিবাচক শক্তি আর আমরা শুধু প্রচেষ্টা চালাচ্ছি।'

নুবিয়া ফোনের ম্যানেজার নি ফেই মনে করেন, পেং লি ইউয়ানের তার কোম্পানির ফোন ব্যবহার করা তার জন্য অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। তিনি বলেন,(রে)

"প্রথমেই এ খবর আমি এবং আমাদের দলের জন্য বড় ও বিস্ময়কর একটি সুখবর। আমরা খুব সম্মানিত যে, ম্যাডাম পেং লি ইউয়ান আমাদের ফোন বাছাই করেছেন। আমার মতে, সারা চীনের তৈরি পণ্যের প্রতি তিনি তাঁর আস্থা প্রকাশ করেছেন এবং এটা আমাদের জন্য বিশাল চালিকাশক্তি।"

  

গত বছর প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পেং লি ইউয়ান আমেরিকা সফর করেন এবং সেসময় তিনি মেক্সিকোর মায়া ধ্বংসাবশেষের ছবি তুলতে আই ফোন ব্যবহার করেছিলেন এবং এ খবরও ইন্টারনেটে একটি আলোচিত বিষয় ছিল। এবার অ্যাপলের পরিবর্তে তিনি জিটিই ব্যবহার করেন তাঁর এই চীনা ব্রান্ডের প্রতি সমর্থন অনেক ইন্টারনেট ব্যবহারকারীদের কাছ থেকে প্রশংসা অর্জন করে।

কেউ কেউ বলেন, আমি আগে তো দেখেছি যে, পেং লি ইউয়ান চীনা তৈরি ফোন ব্যবহার করেছেন এবং তিনি চীনা তৈরি পণ্য সমর্থন করেন। আমার মতে চীনা পণ্য অনেক বেশি ভাল।

কেউ কেউ বলেন, চীনের তৈরি মোবাইলফোন আন্তর্জাতিক মানের সঙ্গে মানানসই এবং চীনাদের অভ্যাসের সঙ্গে উপযোগী।প্রথম ভদ্রমহিলা হিসেবে পেং লি ইউয়ান চীনা কোম্পানির প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেছেন এবং তাঁর প্রভাবে নিশ্চয়ই আরও বেশি মানুষ চীনের তৈরি পণ্য কিনবে।

বিশ্বকে তাক লাগানো কূটনৈতিক তত্পরতায় পেং লি ইউয়ানের হাতে ওই জি টি ই ফোন চীনা ব্রান্ডের জন্য সবচেয়ে ভাল বিজ্ঞাপন।

সাম্প্রতিক সময়ে ইন্টারনেট আর্থিক পণ্য খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং প্রতিদিন ইউয়ু এ পাওসহ নানা ইন্টারনেট আর্থিক পণ্যের আয় দেখা মানুষের একটি অভ্যাসে পরিণত হয়েছে। তবে চলতি বছরের প্রথম তিন মাসে চীনের চারটি জাতীয় ব্যাংক নতুন নীতি পালন করে যে, ব্যাংক হিসাব থেকে ইউয়ু এ পাওসহ নানা ইন্টারনেট আর্থিক পণ্যে সর্বোচ্চ প্রতিবার ৫ হাজার ইউয়ান এবং প্রতি মাস ৫০ হাজার ইউয়ান হস্তান্তর করতে পারে এবং এর প্রভাবে ইন্টারনেট আর্থিক পণ্যের আয় হ্রাস পায়।

অনেকে এর ওপর দৃষ্টি প্রদান করেন। একজন নাগরিক বলেন,

"আয় যত বেশি তত ভাল, তবে আয়ের হ্রাস আমার ওপর প্রভাব ফেলে না। প্রতিদিন অফিসে যাওয়ার আগে ইউয়ু এ পাওয়ের হিসাব দেখে বলতে পারি আমি কত আয় উপার্জন করি এবং এ অনুভব খুবই ভাল। আমার মতে ইউয়ু এ পাও খুব ভাল এক আর্থিক পণ্য, তবে বর্তমানে সুদের হার দিন দিন কমে যাচ্ছে। প্রতিদিন আয় কম দেখে আনন্দও কমে যাচ্ছে। তবে যদিও ইউয়ু এ পাওয়ের আয় কমেছে তবে ব্যাংকের সুদের হারের চেয়ে বেশি। কেনাকাটার জন্য আমি কোন সময় ইউয়ু এ পাওয়ের হিসাব থেকে টাকা অন্য হিসাবে হস্তান্তর করতে পারি। বর্তমানে জাতীয় ব্যাংকের এ নতুন নীতি আমার মনে অযৌক্তিক "

আসলে চলতি বছরের প্রথম তিন মাসে ইউয়ু এ পাও ও তার মতো ইন্টারনেট আর্থিক পণ্য সাফল্য অর্জন করে। ইন্টারনেট আর্থিক পণ্য ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৩০লাখ ৩০ হাজার থেকে ৮ কোটি ১০ লাখে বৃদ্ধি হয় এবং সম্পদের মোট পরিমাণ ১৮৫ বিলিয়ান ৩০০ মিলিয়ান থেকে ৫০০ বিলিয়ানে পৌঁছে। তবে উন্নয়নের সঙ্গে সঙ্গে ইউয়ু এ পাও অনেক কষ্ট ও সমস্যার সম্মুখীণ হয়। নানা ছাপ ও প্রভাবে সম্প্রতি ইউয়ু এ পাওয়ের সুদের হার ৬.৭ শতাংশ থেকে ৫.৩ শতাংশে কমে যায় এবং ইউয়ু এ পাওয়ের আসল ব্যবস্থাপক থিয়ান হং তহবিলের আয় বিভাগের ম্যানেজার ওয়াং তেং ফেং বলেন, এ হার হয়ত অব্যাহতভাবে কমবে। তিনি বলেন, 

"আসলে ইউয়ু এ পাওয়ের জন্য আয় হার ৬ শতাংশ খুব উচ্চ এবং হ্রাস পাওয়া তো খুব সাধারণ পরিস্থিতি। আমার মনে হয়, ৫ শতংশে কমে যাবে এবং এ হার যুক্তিসংগত।"

ইন্টারনেটে অর্থ উন্নয়নের সাথে সাথে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান প্রয়োজন। জানা গেছে, সম্প্রতি চীনা গণব্যাংকের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় চীনা ইন্টারনেট আর্থিক কমিটি । আমরা আশা করি ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নের মাধ্যমে ইন্টারনেট আর্থিক পণ্য ও ব্যাংক তহবিলের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলবে এবং অবশেষে জনগণ এ প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হবে।

হুয়া ওয়ে প্রকাশিত ২০১৩ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে হুয়া ওয়ের আয় ২৩৯ বিলিয়ন ইউয়ান প্রায় ৩৯ বিলিয়ন ৫০০ মিলিয়ন ডলার বলে আয় ও নিট আয় দু বিষয়ে তা এরিকসনকে ছাড়িয়ে গেছে এবং হুয়া ওয়ে বিশ্বের বৃহত্তম টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতায় পরিণত হয়েছে।

    

বর্তমানে হুয়া ওয়ের প্রধান ব্যবসা হল অপারেটর ইন্টারনেট ব্যবসা, কোম্পানি ব্যবসা, ভোক্তা গ্রুপ ব্যবসা ও স্মার্টফোন ব্যবসা। ২০১৩ আর্থিক প্রতিবেদনে বলা হয়, হুয়া ওয়ের ৬৫ শতাংশ আয় বিদেশি বাজারের। আসলে বিদেশি বাজার প্রসারিত করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে হুয়া ওয়েকে। যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও রাজনৈতিক উপাদানের প্রভাবে হুয়া ওয়ে অবিচারের সম্মুখীণ হয়, এমনকি মার্কিন বাজার পরিত্যাগের ঘোষণা দেয়। হুয়া ওয়েসহ টেলিযোগাযোগ কোম্পানি সুষ্ঠভাবে বিদেশি বাজারে প্রবেশ করতে পারে কী না? এ প্রসঙ্গে চীনা সমাজ বিজ্ঞান একাডেমির তথ্যায়ন গবেষণা কেন্দ্রের মহাসচিব চিয়াং ছি পিং বলেন,

"উন্নয়নের প্রবণতা থেকে দেখা যায়, হুয়া ওয়ে অসুবিধাগুলো কাটিয়ে উঠতে পারবে। বিদেশ সাধারণত প্রযুক্তি ও সরঞ্জাম বিষয়ে বিধিনিষেধ দেয়। যদি আমরা সেবা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করি তাহলে আমাদের প্রাধান্য আছে। নবোদিত বাজারে যে ভাগ আমরা অর্জন করব তা জি-৮কে ছাড়িয়ে যাবে এবং মার্কিন বাজারের আয়ের চেয়ে তা কম নয়।"

প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা বৈজ্ঞানিক প্রযুক্তি জগতের নানা খবর শুলেন।

এখন শুনবেন অর্থনৈতিক খবর। খবরগুলোতে রয়েছে মার্চ মাসে চীনের Purchasing Managers' Index আর্থাত পিএমআই গত ৬ মাসে প্রথম বারের মতো বৃদ্ধি পায়। অর্থনীতিকে চাংগা করার জন্য চীনা জাতীয় পরিষদ কিছু উত্তেজক ব্যবস্থা গ্রহণ করে।

চীনের প্রধান চারটি বাণিজ্যিক ব্যাংক সংস্কার করে। চীন-জার্মানী এবং চীন-ব্রিটেন যথাক্রমে রেনমিনপি নিষ্পত্তি চুক্তি স্বাক্ষর করে, রেনমিনপির বিশ্বায়ন দ্রুততর হয় ও রেনমিনপির প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে উঠে।

পহেলা এপ্রিল চীনা জাতীয় পরিসংখ্যান ব্যুরো মার্চ মাসের চীনের পিএমআই প্রকাশ করে এবং এ সূচক ফেব্রয়ারির ৫০.২ থেকে ৫০.৩ শতাংশ বৃদ্ধি পায় এবং তা গত ছয় মাসের প্রথম প্রবৃদ্ধি। তবে অনেক অর্থনীতিবিদ মনে করেন, এ সূচকের প্রবৃদ্ধি ভাল হলেও প্রবৃদ্ধির মাত্রা আগের একই সময়ের তুলনায় কম। চীনা আন্তর্জাতিক অর্থনীতি বিনিময় কেন্দ্রের পরামর্শ ও গবেষণা বিভাগের উপ-প্রধান ওয়াং চুন বলেন,

"এবার শুধু মৌসুমি প্রবৃদ্ধি এবং আগের কয়েক বছরের মার্চ মাসের সূচকের তুলনায় এবারের প্রবৃদ্ধি বেশি নয়। বিশ্লেষণ থেকে জানা গেছে, বিদেশি চাহিদার প্রবৃদ্ধি এ সূচক প্রবৃদ্ধির প্রধান কারণ এবং অভ্যন্তরীণ চাহিদা এখনও দুর্বল"। 

সম্প্রতি প্রকাশিত কয়েকটি সূচক দেখে চীনের জিডিপির ৭.৫ শতাংশের উদ্দেশ্য বাস্তাবায়ন হবে কিনা এ বিষয় নিয়ে অনেক চিন্তা করেন বহিরাগতরা। ওয়াং চুন মনে করেন, অল্প সময়ে সামষ্টিক নিয়ন্ত্রণ বা স্থিতিশীল ব্যবস্থার মাধ্যমে চীনকে অতিরিক্ত দক্ষতাসহ কয়েকটি ঝুঁকি মোকাবিলা করতে হবে এবং বৃদ্ধির সংখ্যার চেয়ে অর্থনীতির বৃদ্ধির মানের ওপর গুরুত্ব দেবে'।

২ এপ্রিল চীনা জাতীয় পরিষদ একটি নিয়মিত সম্মেলন আয়োজন করে। সম্মেলনে ক্ষুদ্র ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানের জন্য শুল্ক বিষয়ে সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৬ সালের শেষ নাগাদে ক্ষুদ্র ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানের কর্পোরেট আয়করের প্রারম্ভিক শক্তি ৬০ হাজারে উন্নীত হবে। বস্তি অঞ্চলের উন্নয়নের জন্য চীনা জাতীয় উন্নয়ন ব্যাংক বিশেষ ঋণ প্রকাশ করবে।তা ছাড়া, রেলপথ নির্মাণে বিনিয়োগ ব্যবস্থা সংস্কার গভীর করবে, রেলপথ উন্নয়ন বিশেষ তহবিল প্রতিষ্ঠা করে সামাজিক অর্থ আকর্ষণ করবে। তহবিলের মোট পরিমাণ প্রতি বছরে ২০০-৩০০ বিলিয়ন ইউয়ান হবে। বিশ্লেষকরা মনে করেন, এ ছোট আকারের ব্যবস্থা অর্থনীতিকে চাংগা করে তুলবে।

চীনা কমার্শিয়াল ব্যাংক, চীনা কৃষি ব্যাংক, চীনা ব্যাংক ও চীনা যোগাযোগ ব্যাংক সংস্কারে অগ্রগতি অর্জন করে। চীনা কমার্শিয়াল ব্যাংক সার্বিক আর্থিক স্থাপত্য নির্মাণ জোরদার করবে। চীনা কৃষি ব্যাংক নতুন বিভাগ স্থাপন করবে যেমন- গ্রামীন শিল্পায়ন ও শহরায়ন অর্থ বিভাগ,ইন্টারনেট অর্থ বিভাগ,সম্পত্তি ব্যবস্থাপনা বিভাগ,ক্ষুদ্র ও ছোট আকার শিল্পপ্রতিষ্ঠান অর্থ বিভাগ ইত্যাদি। চীনা ব্যাংক সম্পত্তি ব্যবস্থাপনা,ব্যাক্তিগত ব্যাংক, বিদেশি সংস্থা ও ক্ষুদ্র ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠান অর্থসহ নানা ব্যবসা নিয়ে একত্রীকরণ করবে। চীনা যোগাযোগ ব্যাংকও নবোদিত ব্যবসাসহ নানা বিষয়ে সংস্কার করবে। ইন্টারনেট অর্থ দ্রুত উন্নয়নের সাথে সাথে চারটি বাণিজ্যিক ব্যাংক এবারের সংস্কারে ইন্টারনেট অর্থ গুরুত্বপূর্ণ স্থানে রাখে। 

  সম্প্রতি কয়েক বছরে রেনমিনপি ইউরোপে জনপ্রিয়তা পেয়েছে। জার্মানী ও ব্রিটেন যথাক্রমে চীনের জাতীয় ব্যাংকের সঙ্গে রেনমিনপি নিষ্পত্তি চুক্তি স্বাক্ষর করে। এর পাশাপশি ফ্রান্স প্যারিসে উপকূলবর্তী রেনমিনপি কেন্দ্র নির্মাণ করতে প্রচেষ্টা চালাচ্ছে।

কেন ইউরোপীয় দেশ এরকমের উদ্যোগ গ্রহণে আগ্রহী? চীনা রেনমিন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মুদ্রা গবেষণালয়ের উপ-প্রধান থু ইয়ং হং জার্মানীর উদাহরণ তুলে ধরে বলেন,

"ফ্রান্কফুট নিষ্পত্তি চুক্তি স্বাক্ষরের পর যদি জার্মান কোম্পানি চীনে বিনিয়োগ করতে চায় তাহলে ফ্রান্কফুটে সরাসরি রেনমিনপি ব্যবহার করে এবং আমরা জার্মানী থেকে আমদানি করে রেনমিনপি দিয়ে দাম চিহ্নিত করতে পারব।

বর্তমানে চীন বিশ্ব পণ্য আমদানি ও রপ্তানি বাণিজ্যে বৃহত্তম দেশ এবং ১৫ শতাংশ সীমান্ত অতিক্রমে বাণিজ্য রেনমিনপি দিয়ে নিষ্পত্তি করা হয়। তাছাড়া, রেনমিনপি বিশ্বের দশটা বৃহত্তম মুদ্রায় পরিণত হয়। বিশ্ব ব্যাংক প্রতিবেদন প্রকাশ করে বলে যে, রেনমিনপি আন্তর্জাতিকভাবে প্রধান মজুত মুদ্রা হবে।

এ পটভূমিতে সমাজ বিজ্ঞান একাডেমি আর্থিক কেন্দ্রের প্রধান ইয়াং থাও বলেন, রেনমিনপি নিষ্পত্তি ব্যবস্থার স্থাপন ও সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষর রেনমিনপির বিশ্বায়ন এগিয়ে নিয়ে যাবে।

চীনা রেনমিন বিশ্ববিদ্যালয় প্রকাশিত 'রেনমিনপি বিশ্বায়নের প্রবণতা'প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৩ সালে রেনমিনপির বিশ্বায়ন সূচক অর্থাত্ আরআইআই সূচক ১ ছাড়িয়ে গেছে এবং তা গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, রেনমিনপির বিশ্বায়নের মান তিন বছরে জাপানের ইয়েন ও পাউন্ডকে ছাড়িয়ে যাবে।

সম্প্রতি China National Cereals, Oils and Food stuffs Corporation (সিওএফসি) বিশ্ব জ্বালানি পণ্য,কৃষি পণ্য ও খনিজ পণ্য সরবরাহকারী Noble Group-এর ৫১ শতাংশ ইক্যুইটি কিনেছে এবং এটা চলতি বছরে সিওএফসি ও-এর দ্বিতীয় অধিগ্রহণ। জানা গেছে ২৮০ কোটি ডলারের এ দুটি বিনিয়োগ সিওএফসি ও বিদেশে বিনিয়োগের রেকর্ড সৃষ্টি করে। অধিগ্রহণের পর সিওএফসি ও-এর মোট সম্পত্তি ১১ বিলিয়ন ডলার।

 চলতি বছরের ফেব্রুয়ারি মাস সিওএফসি Nideraগ্রুপকে অধিগ্রহন করে। সিওএফসি -এর সিইও কাও নিং বলেন, অধিগ্রহণের মাধ্যমে ধাপে ধাপে বিদেশে গ্রুপের বিন্যাস পূরণ করবে এবং বিশ্ব খাদ্য ও তেল উত্পাদন অধিগ্রহণের ক্ষমতা ও আন্তর্জাতিক বাণিজ্যের শক্তি বাড়বে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040