Web bengali.cri.cn   
ইউক্রেনের পূর্বাঞ্চলে পরিস্থিতির অব্যাহত অবনতি, নিরাপত্তা পরিষদের জরুরি আলোচনাসভা
  2014-04-14 16:01:47  cri
এপ্রিল ১৪: সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেটস্ক, খারকিভ ও লুহানস কা রাজ্যে একই সঙ্গে রাশিয়ার স্বপক্ষের লোকজনের বিক্ষোভ প্রদর্শনী দেখা দিচ্ছে। এখন পর্যন্ত সে অঞ্চলগুলোতে অব্যাহতভাবে পরিস্থিতির অবনতি হচ্ছে।

ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও দেশটির স্পিকার আলেক্সান্দার টুর্চিনভ রোববার জানিয়েছন যে, পূর্বাঞ্চলে ব্যাপক 'সন্ত্রাস দমন' সংক্রান্ত অভিযানে সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা কমিশন। একই সঙ্গে কমিশনটি জোর দিয়ে বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রাইমিয়ার মতো ইতিহাস ঘটতে দেবে না ইউক্রেন।

দিন দিন অবনতিশীল ইউক্রেনের পরিস্থিতি প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি সামানথা পাওয়ার রোববার বলেন, আগামী কয়েক দিনে ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতির উন্নতি না হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে আরও বেশি অবরোদ জারি করতে পারে। এ ছাড়া, হোয়াইট হাউস শনিবার ঘোষণা করে যে, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট বাইডেন আগামী ২২ এপ্রিল ইউক্রেন সফর করবে।

ওদিকে জাতিসংঘের মুখপাত্রের অফিস রোববার এক জরুরি রিপোর্টে জানিয়েছে, নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান সকল সদস্যদের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে এদিন মার্কিন সময় সন্ধ্যা আটটায় অনানুষ্ঠানিক এক আলোচনাসভার আয়োজন করেছে। (ওয়াং তান হোং/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040