Web bengali.cri.cn   
বোয়াও এশিয়া ফোরাম -২০১৪ বার্ষিক সম্মেলন সমাপ্ত
  2014-04-12 19:49:18  cri
এপ্রিল১২: বোয়াও এশিয়া ফোরাম-২০১৪ বার্ষিক সম্মেলন ১১ এপ্রিল সন্ধ্যায় শেষ হয়েছে।

ফোরামের মহাসচিব চৌ ওয়েন চোং জানিয়েছেন, এবারের ফোরামে বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চলের ১৭০০'রও বেশি ব্যক্তি অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং ও অন্যান্য ৮টি দেশের নেতা এবং ৮০জনের বেশি বিভিন্ন দেশের সরকারের মন্ত্রী ও সংস্থার পরিচালক।

তিনি আরো বলেন, এ বারের ফোরামে আগের চেয়ে অনেক নতুন বিষয় উঠে এসেছে, যেমন-১, প্রথমবারের মত রাজনৈতিক ও নিরাপত্তার ইস্যু নিয়ে আলোচনা। এর মধ্যে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র সম্পর্ক, ইন্টারনেট নিরাপত্তা ও দক্ষিণ চীন সাগর ইস্যু।

২,বাণিজ্য এগিয়ে নেয়ার জন্য ব্যবসায়ীদের জন্য সরাসরি আদান প্রদানের মঞ্চ স্থাপন করা।

৩, চীনে আরো বেশি সুবিধাজনকভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য চীনের মন্ত্রী,প্রদেশের গর্ভণর , শহরের মেয়রের সংগে আদান প্রদানের অনুষ্ঠান আয়োজন করা।

৪. ২৮টি দেশ থেকে ৩০ জন তরুণ বাছাই করে, তাদের মধ্যে সেমিনার আয়োজন করে এবং মত বিনিময় ও আলোচনার সুযোগ সৃষ্টি করেছে। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040