Web bengali.cri.cn   
আমাদের জীবনে 'বিগ ডেটা'-র প্রভাব
  2014-04-11 16:49:52  cri


 

আজকাল "বিগ ডেটা" (বড় উপাত্ত) টার্মটি খুব ব্যবহৃত হচ্ছে। কল্পনা করুন ভবিষ্যতের একটি সাধারণ দিনের কথা: ভোরে স্মার্ট ঘড়ি আপনাকে স্রেফ নিজের 'বুদ্ধি' খাটিয়ে আপনাকে অনির্ধারিত সময়ে ডেকে তুলবে; আপনি কোন পোশাকটি পড়ে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তা সে-ই আপনাকে সাজেস্ট করবে। ওদিকে গ্যারেজে আপনার গাড়ি চাহিদা অনুসারে আগেভাগেই ভেতরের তাপমাত্রা অ্যাডজাস্ট করে নেবে। আবার চলার পথে ট্রাফিক পরিস্থিতি বিবেচনা করে গাড়ি নিজে থেকেই রুট ঠিক করে নেবে, কোন রাস্তা ধরে গেলে সময়মতো আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন তা বিশ্লেষণ করে সে-ই বের করবে। এদিকে পরিধেয় পোশাক আপনার মানসিক অবস্থা, হৃত্পিন্ডের গতি, রক্তচাপ ও শরীরে গৃহীত খাদ্যের গুণাগুণ সম্পর্কিত সকল তথ্য সংরক্ষণ করবে। এমনসব আশ্চর্য ঘটনার পেছনে কাজ করবে 'বিগ ডেটা'। বিপুল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিভিন্ন স্মার্ট ডিভাইস আপনার জীবনকে অনেক সহজ আর আরামদায়ক করে তুলবে। তাই, আজকাল 'বিগ ডেটা' একটি বহুল আলোচিত টার্ম। আমাদের চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতা ওয়াং ছুয়ান ওয়েনের প্রতিবেদনে শুনুন 'বিগ ডেটা' সম্পর্কে আরো অনেক তথ্য।

যদি আপনি জানতে চান, পেইচিং, শাংহাই ও কুয়াংচৌয়ের বাসিন্দারা কোন শহরে ভ্রমণ করতে পছন্দ করে; বা চলতি সপ্তাহে কোন তারকা ব্যক্তি সম্পর্কে ইন্টারনেট ব্যবহারকারীরা সবচে বেশি আগ্রহ দেখিয়েছে; বা কোন মোবাইল ডিভাইসের কাটতি সবচে বেশি---তবে ওয়েবসাইট 'বাইদু' সরাসরি আপনার এসব প্রশ্নের উত্তর দিতে পারে। দেশের কোন কোন জায়গার পুরুষ নারীদের জন্য পণ্য কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি উদার? বা, কোন কোন অঞ্চলের মেয়েরা ইন্টারনেটে সবচে বেশি কেনাকাটা করে? এসব প্রশ্নের উত্তর পাবেন 'থাওবাও' থেকে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় "হাউস অব কার্ডস" উচ্চ মাত্রার ডেটাবেস পর্যালোচনা ও বিশ্লেষণের মাধ্যমে দর্শকদের পছন্দের গল্প, অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক বাছাই করেছে। এতে তারা ব্যাপক সাফল্যও পেয়েছে। ভোক্তাদের কেনাকাটার আচরণ বিশ্লেষণ করে বিখ্যাত 'ওয়াল মার্ট' দেখতে পেয়েছে যে, পুরুষ ক্রেতারা বাচ্চাদের ডায়াপার কেনার সময় কয়েক বোতল বিয়ারও কিনে থাকে। এই উপাত্তের ভিত্তিতে ওয়াল মার্ট ডায়াপারের সাথে বিয়ারের একটি প্যাকেজ বিক্রি করা শুরু করে এবং এতে ব্যাপক বিক্রি বেড়ে যায়। বর্তমানে বিগ ডেটা বিশ্লেষণ করতে যেয়ে অনেকেই এই 'বিয়ার+ডায়াপার' উপাত্তের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন।

 

তথাকথিত 'বিগ ডেটা' হচ্ছে তথ্যের সংরক্ষণ, প্রসেসিং, বিশ্লেষণ ইত্যাদি। বিগ ডেটার ক্রমবর্ধমান ব্যবহার ব্যবসা-বাণিজ্যের জন্য আরো বেশি সুযোগ ডেকে আনবে। বর্তমানে ইন্টারনেট জনপ্রিয় হওয়ার পাশাপাশি অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপক প্রসার ঘটেছে। সিআইএনবি ইন্টারনেট টিভি মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার ওয়াং হাও সংবাদদাতাকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন,

বিগ ডেটা মানুষের জীবনে নানাভাবে প্রভাব ফেলছে। যেমন, বিগ ডেটার কল্যাণেই ইলেক্ট্রনিক বাণিজ্য প্রসার লাভ করেছে। এখন আপনি ইন্টারনেটে মজুত প্রচুর উপাত্ত বিচার-বিশ্লেষণ করে আপনার ভালো লাগার জিনিসটি খুঁজে বের করতে পারেন। আপনার পছন্দ, আপনার বয়স, আপনার পেশা, আপনার বেতন, আপনার খাদ্যাভ্যাস ও রীতিনীতি সম্পর্কে জানার পর আপনার জন্য প্রয়োজনীয় পণ্যটি সম্পর্কে আমি সুপারিশ করতে পারবো। মানুষ হিসেবে আপনার বিভিন্ন ক্ষেত্রের চাহিদাও আমি বিভিন্ন উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে বলে দিতে পারি। এর মানে, বিগ ডেটা বা উপাত্ত আপনার জীবনের প্রতিটি বিষয়ে প্রভাব ফেলছে। এর বিজ্ঞাপন মূল্যও বিরাট।

ওয়াং হাও ব্যাখ্যা করেছেন, বর্তমানে ইন্টারনেট টিভিও বিগ ডেটা প্রযুক্তি ব্যবহার করে ভোক্তা সম্পর্কিত উপাত্ত বিচার-বিশ্লেষণ করে নির্দিষ্ট ভোক্তার জন্য নির্দিষ্ট অনুষ্ঠান সুপারিশ করছে। তিনি বলেন,

ইন্টারনেট টিভি প্রতিদিন আপনার অনুপস্থিতিতে আপনার পছন্দের অনুষ্ঠানগুলো ডাউনলোড করে রাখতে পারে। ইন্টারনেট টিভি আপনার জন্য অনুষ্ঠানমালাও সুপারিশ করতে পারে। আপনার আগ্রহ, ভবিষ্যতে আপনি কী কী অনুষ্ঠান পছন্দ করতে পারেন তার বিচার-বিশ্লেষণ করে ইন্টারনেট টিভি প্রতি সপ্তাহের বিভিন্ন সময়ের জন্য, এমনকি গোটা বছরের জন্য অনুষ্ঠানমালা সুপারিশ করতে পারে। আপনি বাসায় ফিরে দেখবেন, স্বয়ংক্রিয়ভাবে অনুষ্ঠানমালা আপনার জন্য তৈরি হয়ে আছে; এখন শুধু দেখার পালা।

কেউ কেউ 'বিগ ডেটা'কে ভবিষ্যত বিশ্বের চালিকাশক্তি হিসেবে বর্ণনা করেন। এমনকি কেউ কেউ তো এতদূর বলেছেন যে, ভবিষ্যতে বিগ ডেটা ঈশ্বরের মতোই গোটা দুনিয়ার মানুষকে ওপর থেকে পর্যবেক্ষণ করবে। যুক্তরাষ্ট্র সরকার বিগ ডেটা নিয়ে গবেষণাকে রাষ্ট্রীয় কৌশল হিসেবে উন্নত করেছে। এটা বললে অত্যুক্তি হবে না যে, বিগ ডেটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করছে।

শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের টেলিযোগাযোগ গবেষণালয়ের ইন্টারনেট কেন্দ্রের পরিচালক হো পাও হোং মনে করেন, বর্তমানে বিগ ডেটা এক ধরনের সম্পদে পরিণত হয়েছে এবং ভবিষ্যতে এটি আমাদের সমাজ, ব্যবহারিক ও প্রশাসনিক জীবনকে পুনর্গঠন করবে। হো পাও হোং বলেন,

উপাত্ত আজ সত্যি এক ধরনের সম্পদে পরিণত হয়েছে। আগে আমরা মনে করতাম যে, উপাত্ত হচ্ছে তথ্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট জিনিস। কিন্তু আজ উল্টো করে বিষয়টি দেখতে হচ্ছে। উপাত্ত-ই হচ্ছে কেন্দ্র। উপাত্ত সৃষ্টি করার প্রক্রিয়া শুধু একটি প্রক্রিয়া। তথ্যায়ন শিল্প, কৃষি ও বিভিন্ন মহলের বিভিন্ন শিল্পকে কেন্দ্র করে চলছে। আগামীতে সকল মহল উপাত্তকে কেন্দ্র হিসেবে সমস্যা বিবেচনা করবে, প্রক্রিয়া ডিজাইন করবে। শুরুতে আমরা সমাজকে কেন্দ্র ধরে তথ্যায়ন বাস্তবায়ন করেছি। এখন, উপাত্তকে কেন্দ্র হিসেবে ধরে, আমাদের সমাজ, আমাদের ব্যবহারিক জীবন এবং আমাদের প্রশাসন পুনরায় পুনর্গঠন করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040