Web bengali.cri.cn   
নিষিদ্ধ নগর
  2014-04-09 18:31:04  cri

বর্ণনাঃ

পুরো প্রাসাদ কমপ্লেক্সটি দুটি অংশে বিভক্ত, দক্ষিণাংশ বা বহির্বিভাগ এবং উত্তরাংশ বা অন্তঃ বিভাগ। বহির্বিভাগ থেকে রাজা গোটা দেশ জাতির শাসনকার্য পরিচালনা করতেন এবং বিভিন্ন রাজকীয় উৎসব এ অংশে উদযাপন করা হতো। প্রাসাদের উত্তরাংশে রাজা তার রাজপরিবারের সকল সদস্যদের নিয়ে বসবাস করতেন। প্রাসাদ কমপ্লেক্সের চার কোনায় চারটি কর্নার টাওয়ার আছে যা থেকে প্রাসাদের ভিতর এবং বাহিরের এলাকার উপর নজর রাখা হতো। এই রাজপ্রাসাদ থেকে মিং রাজবংশের ১৪ জন রাজা এবং ছিং রাজবংশের ১০ জন রাজা ৫ শতাব্দীর বেশি সময় ধরে এই রাজপ্রাসাদ থেকে শাসনকার্য পরিচালনা করেছেন। ফলে এতে সংরক্ষিত রয়েছে রাজাদের ব্যবহৃত ও সংগৃহীত অনেক দুর্লভ ও মূল্যবান বস্তু। যেহেতু চীনে হলুদ রঙকে রাজপরিবারের প্রতীক মনে করা হয় তাই পুরো প্রাসাদ এলাকা জুড়ে উজ্জ্বল হলুদ রঙের আধিপত্য দেখা যায়। প্রাসাদের ছাদে ব্যবহার করা হয়েছে হলুদ রঙের টাইলস, প্রাসাদের বিভিন্ন নকশা ও কারুকাজ ও হলুদ রঙয়ের ব্যবহার লক্ষণীয়। এমনকি মেঝেতে ব্যবহৃত ইটগুলো ও বিশেষ পদ্ধতিতে হলুদ রঙ করা হয়। তবে শুধু মাত্র ব্যতিক্রম দেখা যায় রাজকীয় গ্রন্থাগারের ছাদে, গ্রন্থাগারের ছাদের রঙ হচ্ছে কালো।

শ্রোতা বন্ধুরা হয়ত ভাবছেন এর কারণ কি! এর কারণ হচ্ছে কালো রঙকে পানির প্রতীক বলে বিশ্বাস করা হতো, তাই ধারণা করা হতো কালো রঙের ছাদ গ্রন্থাগারকে আগুন হতে রক্ষা করবে। এই ফাঁকে বন্ধুদের জানিয়ে রাখছি, প্রাচীন চীনে কিন্তু সাধারণ জনগণ হলুদ রঙ ব্যবহার করতে পারতো না। তা শুধুমাত্র রাজপরিবারের সদস্যরা ব্যবহার করতে পারতেন। সাধারণ কেউ ব্যবহার করলে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা ছিল।

আপনারা যারা প্রাসাদ ও এর সংলগ্ন জাদুঘর পরিদর্শনে আসবেন তাদের জানিয়ে দিচ্ছি এ সংক্রান্ত কিছু মূল্যবান তথ্য।

১। পরিদর্শনের সময়সূচীঃ এপ্রিল থেকে অক্টোবর সকাল ৮:৩০ থেকে বিকেল ৫টা এবং নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পরিদর্শনের সময় সকাল ৮:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। তবে প্রতিদিন সর্বোচ্চ ৮০,০০০ পর্যটক প্রাসাদ কমপ্লেক্স পরিদর্শন করতে পারেন।

২। প্রবেশমূল্য এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত ৬০ ইউয়ান এবং পর্যটকের ভিড় তুলনামূলক কম হওয়ায় নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত প্রবেশ মূল্য ৪০ ইউয়ান।

৩। পুরো প্রাসাদ পরিদর্শনে করতে লাগবে ৩-৪ ঘণ্টা। তবে ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গেলে জিরিয়ে নেওয়ার কিছুদূর পর পর বসার সুব্যবস্থা আছে।

৪। যেসব পর্যটক বন্ধুরা কোন গাইড ছাড়া নিজেরাই ভ্রমণ করতে আসবেন তাদের দুশ্চিন্তার কোন কারণ নেই। কারন প্রাসাদের মুল ফটকে আপনি চাইলে ৪০ ইউয়ানের বিনিময়ে ইলেকট্রিক অটোম্যাটিক গাইড ডিভাইস ভাড়া নিতে পারেন যাতে জি পি এস প্রযুক্তি সংযুক্ত আছে, তাই আপনি প্রাসাদের যে অংশে যাবেন অটোম্যাটিক গাইড ডিভাইসটি সেই অংশের বিস্তারিত তথ্য আপনাকে দিতে থাকবে। আর আমাদের বন্ধুদের জন্য সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে এই সেবা আপনি বাংলা ভাষাতেও উপভোগ করতে পারবেন। এর কণ্ঠ দিয়েছেন সিআরআইয়ের বাংলা বিভাগের প্রবীন কর্মকর্তা মি: শি চিং উ।

৫। প্রাসাদে ভ্রমণের অপূর্ব অভিজ্ঞতার স্মৃতি যারা ধরে রাখতে চান সেসব বন্ধুদের বলছি, ক্যামেরা আনতে ভুলবেন না যেন।

৬। এছাড়া প্রাসাদের ভেতরে রাজা রানীর পোশাক পরে ছবি তোলার বিশেষ ব্যবস্থা আছে, যাতে খরচ পড়বে পোশাকের ভাড়া সহ ৩০-৪০ ইউয়ান।

৭। আর যারা শুধু ছবি তুলে সন্তুষ্ট নন তাদের জন্য আছে মুভির ব্যবস্থা। বন্ধুরা , আপনারা যারা অনেক চীনা মুভিতে অভিনেতা দের আকাশে উড়ে বেড়াতে দেখেছেন, চাইলে আপনারা ও এই প্রাসাদ এলাকায় উড়ে বেড়াতে পারবেন। তবে বাস্তবে নয়। আপনারা চাইলে নিজেদের এই প্রাসাদ ভ্রমণ নিয়ে একটি ত্রিমাত্রিক মুভি তৈরি করে নিতে পারেন, এতে খরচ পড়বে ১০০ ইউয়ান।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040