Web bengali.cri.cn   
বোআও ফোরামে লি খ্য ছিয়াংয়ের সঙ্গে পূর্ব-তিমুরের প্রধানমন্ত্রীর বৈঠক
  2014-04-09 16:18:59  cri
এপ্রিল ৯: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (বুধবার) সকালে হাইনান প্রদেশের সান ইয়া শহরে বোআও ফোরাম চলাকালে পূর্ব-তিমুরের প্রধানমন্ত্রী কায় রালা শানান গুরমাটিলডোর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দু'নেতা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন।

বৈঠকে লি খ্য ছিয়াং বলেন, "চীন ও পূর্ব-তিমুর উন্নয়নশীল দুটি দেশ। অর্থনীতির উন্নয়ন, জনগণের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন দু'দেশের অভিন্ন চ্যালেঞ্জ। চীন পূর্ব-তিমুরের সাথে কৃষি, জ্বালানিসম্পদ এবং সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা করতে ইচ্ছুক।"

তিনি আরো বলেন, "একবিংশ শতাব্দীর সামুদ্রিক সিল্ক রোড নির্মাণের পরিকল্পনায় পূর্ব-তিমুরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা আরো জোরদার করা উচিত।"

এসময় পূর্ব-তিমুরের প্রধানমন্ত্রী এশিয়া ও বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য চীনের গুরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, "পূর্ব-এশিয়ায় চীন হচ্ছে পূর্ব-তিমুরের গুরুত্বপূর্ণ আংশীদার।" চীনের উন্নয়নের অভিজ্ঞতা থেকে শিখতে এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্প্রসারণ করে সামুদ্রিক সিল্ক রোড নির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে তার দেশ আগ্রহী বলেও জানান পূর্ব-তিমুরের প্রধানমন্ত্রী। (স্বর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040