
সুপ্রিয় শ্রোতা, বর্তমান চীনা ভাষার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বিদেশীদের জন্য চীনা ভাষার মান যাচাই করার পরিক্ষা-এইচএসকে(HSK) পরিক্ষার গুরুত্বও ক্রমাগতভাবে বাড়ছে। এইচএসকে পরিক্ষা হল 'হান ইয়ু শুই ফিং খাও শি'-এর সংক্ষিপ্ত রুপ। তার অর্থ হল চীনা ভাষার মান সংক্রান্ত পরিক্ষা। এ পরিক্ষা বিশেষ করে বিদেশী, বিদেশে প্রবাসী চীনা বা চীনের সংখ্যালঘু জাতি'র ছাত্রছাত্রীদের চীনা ভাষার মান যাচাই করার পরিক্ষা। এ পরিক্ষা অংশগ্রহণের প্রয়োজনীয়তা এবং পরিক্ষার প্রস্তুতি কেমন করে নিতে হয় তা নিয়ে আমাদের আজকের খোলামেলা অনুষ্ঠান, আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। আমার সঙ্গে আছেন সবে মাত্র এচএসকে পরিক্ষার সর্বোচ্চ মাত্রা পাস করা বাংলাদেশী ছাত্রী জান্নাতুন নাহার। (স্বর্ণা/আলিম)