Web bengali.cri.cn   
কবরস্থান যখন কফিশপের জন্য সৌভাগ্য বয়ে আনে
  2014-04-04 19:00:38  cri

কবরস্থানের পাশে একটি কফিশপ বেশ ভালো ব্যবসা করছে। ব্রিটেনের "ডেইলি মেইল" পত্রিকা সম্প্রতি এমন খবরই দিয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর আহমেদাবাদে একটি পুরনো কবরস্থানের কাছে কৃষ্ণান কুট্টির কফিশপটি ভালো ব্যবসা করছে। শুনে অবাক হচ্ছেন? কিন্তু ডেইলি মেইলের খবর অনুসারে, ঘটনা সত্যি। কবরস্থানটিতে আছে ১২টি কবর। কৃষ্ণানের দোকানের কর্মচারিরা প্রতিদিন কবরস্থানের কবরগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করে, সেখানে তাজা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ যেন এক ব্যতিক্রমী পরিবেশ। সব বয়সের নারী-পুরুষ প্রতিদিন কফিশপে আসে। কৃষ্ণানের জন্য এই কবরস্থান বয়ে এনেছে সৌভাগ্য।

কবরগুলোতে কারা শুয়ে আছেন, জানে না কৃষ্ণান। শুধু জানেন, এগুলোকে মুসলমানদের কবর।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040