Web bengali.cri.cn   
হার্টি পাউস
  2014-03-20 09:15:09  cri



আজকের অনুষ্ঠান শুরু করার আগে প্রথমেই একজন শ্রোতার ইমেইল পড়ে শোনাবো।

ভারতের পশ্চিম বঙ্গের 'উইমেন লিসনার ক্লাবের' পুষ্প মৈত্র তাঁর ইমেইলে লিখেছেন, বাংলা বিভাগের প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে লিলি লাবণ্য আপুর পরিবেশনায় আলোছায়া হচ্ছে চলচ্চিত্রবিষয়ক একটি সুন্দর, আকর্ষণীয় অনুষ্ঠান।

'ব্যাক টু ১৯৪২' ছবি ছাড়া, অ্যাসেম্বলি, ইফ ইউ আর দ্যা ওয়ান, আফ্টারশক যথাক্রমে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটে প্রদর্শিত হয়। লিলি লাবণ্য আপুর পরিবেশনায় আলোছায়া হচ্ছে চলচ্চিত্র বিষয়ক ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট নিয়ে তৈরি সুন্দর অনুষ্ঠান।

'ইফ ইউ আর দ্যা ওয়ান' ছবির গানটি সুন্দর ও আকর্ষণীয়.

লিলি লাবণ্য আপুকে ধন্যবাদ সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেবার জন্য।

প্রিয় শ্রোতা পুষ্প মৈত্র, ইমেইল দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি, আপনি আগের মতো ভবিষ্যতেও আলোছায়া অনুষ্ঠানকে সমর্থন দিয়ে যাবেন। আপনার সমর্থন ও প্রশংসার জন্য আবারও অনেক ধন্যবাদ।

আজকের অনুষ্ঠানে আমি 'হার্টি পাউস' শিরোনামে দক্ষিণ কোরিয়ার একটি চলচ্চিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এ চলচ্চিত্রে একটি কুকুরের সঙ্গে মানুষের মর্মস্পর্শী ভাবানুভূতির কথা বর্ণনা করা হয়েছে। একে অপরের ওপর নির্ভর করে বসবাস করা দুই ভাই-বোনের ছোট্ট একটি আকাঙ্খা যে, বাড়ি ত্যাগ করা তাঁদের মা ভবিষ্যতে একদিন আবার বাড়িতে ফিরে আসবেন। তাঁরা বিশ্বাস করেন, মা তাঁদেরকে গভীরভাবে ভালোবাসেন এবং তাঁরা ভালো আচরণ করলে অবশ্যই একদিন মা আবার বাড়িতে ফিরে আসবেন। মাত্র ১১ বছর বয়সী বড় ভাই খুব মনোযোগ দিয়ে ছোট বোনকে যত্ন করতেন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040