বন্ধরা, এখন তাহলে শুনুন কয়েকজন শ্রোতার চিঠি।
বাংলাদেশের রাজশাহী জেলার মোঃ এনামুল হক লিখেছেন,
সুপ্রিয়, জিনিয় আপু, নি হাউ মা? আপনারা কেমন আছেন? আপনাদের প্রতি বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা রইল। আশা নয় বিশ্বাস, আপনারা সিআরআই পরিবারের সবাইকে নিয়ে কুশলে রয়েছেন। 'চলতি প্রসঙ্গ' আমার প্রিয় অনুষ্ঠান। এ অনুষ্ঠান থেকে- অতি সাম্প্রতিক কালে ঘটে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ সংবাদ জানতে পারছি। ১৪ মার্চের অনুষ্ঠানে--"মালয়েশিয়ার নিখোঁজ বিমান প্রসঙ্গ" শিরোনামের প্রতিবেদনের অধীনে মালয়েশিয়ার নিখোঁজ বিমান ও ইউক্রেন সমস্যা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ খবর জানলাম। অনুষ্ঠানটি ভাল লেগেছে। এত সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য জিনিয়া আপুকে ধন্যবাদ জানাচ্ছি। এ অনুষ্ঠানে আমার হটটপিক প্রস্তাব- 'ক্রিমিয়ার গণভোট' সম্পর্কে পরবর্তী অনুষ্ঠানে অনেক খবর শুনতে চাই।
পরিশেষে, আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে লিখা আজকের মত এখানেই ইতি টানছি। যাই চিয়ান।
আমাদের আরেকজন শ্রোতা পুষ্প মৈত্র লিখেছেন,
আমি 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আমরা ক্লাবের পক্ষ থেকে সবাই এক সাথে বসে নিয়মিত অনুষ্ঠান শুনে থাকি। চলতি সপ্তাহে মালয়েশিয়ার বিমান নিখোঁজ এবং ইউক্রেন পরিস্থিতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। তাহলে আজকের অনুষ্ঠানে এ দু'টি ইস্যু সম্পর্কে বিস্তারিত জানান। অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়।
বন্ধু পুষ্প মৈত্র, আপনার ইমেইলে আপনার বিস্তারিত ঠিকানা নেই, আশা করি আপনি আবার চিঠি বা ইমেইল লিখে আপনার বিস্তারিত ঠিকানা আমাকে জানাবেন। আর মালয়েশিয়ার 'নিখোঁজ বিমান' এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে গত 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠানে আমার বিস্তারিত প্রতিবেদন আছে। আশা করি, আপনি তা জানবেন এবং পছন্দ করেন।
এবারে রয়েছে বাংলাদেশের নওঁগা জেলার ফ্রান্স রেডিও ক্লাবের প্রেসিডেন্ট দেওয়ান রফিকুল ইসলাম (রানা)' র ইমেইল।
আসলে বন্ধু রফিকুল ইসলামের এ ইমেইলটি 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠানের জন্য। সে অনুষ্ঠানটিও আমার উপস্থাপনায় প্রচার করা হয়, তারপরও আজকের অনুষ্ঠানে আমি তার ইমেলটি পড়ে শুনাচ্ছি। তিনি লিখেছেন,
আমার শুভেচ্ছা নিবেন। ২৮.০২.২০১৪ তারিখে "ইউরোপ ও আমেরিকার সঙ্গীত" অনুষ্ঠানের গানগুলো আমার খুব ভালো লেগেছে। গানের তাল, সুর, কণ্ঠ ছিল চমত্কার।আমি সঙ্গীত পছন্দ করি। আগামি অনুষ্ঠানে ভালবাসার হিট গান প্রচার করবেন।
আপনাকে ধন্যবাদ জানাই 'ইউরোপীয় ও আমেরিকান সঙ্গীত' অনুষ্ঠানের জন্য। আমি আশা করি যে, "চলতি প্রসঙ্গ" অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুরাও আমার সঙ্গীত অনুষ্ঠানটি পছন্দ করেন এবং নিয়মিতভাবে শুনে থাকেন।
বন্ধুরা, এখন শুনুন সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর।
গত সপ্তাহের সোমবার ইউক্রেনের অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই দেশচিকার সঙ্গে বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ এ তিনটি দেশের অর্থনৈতিক জোটের পররাষ্ট্রমন্ত্রীরা সাক্ষাত করেন। এসময় তাঁরা বলেন, ইউক্রেন অব্যাহত কূটনৈতিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ক্রাইমিয়ার ইস্যু মোকাবিলা করবে এবং ইউক্রেন ই ইউ'র সঙ্গে রাজনৈতিক চুক্তিতে স্বাক্ষর করতে ইচ্ছুক।
জানা গেছে, দেশচিকা তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ক্রাইমিয়ার পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন। বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ এ তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন যে, তাঁরা ইউক্রেনের ভূ-ভাগের অখণ্ডতাকে সমর্থন করে। ইউক্রেনের জনগণের উচিত নিজের দেশের ভবিষ্যতের ব্যাপারে সিন্ধান্ত গ্রহণ করা। ক্রাইমিয়ার পরিস্থিতি নিয়ে ইউক্রেনের অবস্থানের ওপর তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চ পর্যায়ের মূল্যায়ন রয়েছে। দেশচিকা নিশ্চিত করেন যে, ইইউ'র সঙ্গে রাজনৈতিক চুক্তিতে স্বাক্ষর করতে ইচ্ছুক ইউক্রেন।
আফগানিস্তানে কানাডার সামরিক মিশন গত সপ্তাহের বুধবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এদিন এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার এ তথ্য জানান। আগামী ১৮ মার্চ আফগানিস্তান ফেরত কানাডীয় সামরিক বাহিনীর সর্বশেষ দলটিকে দেশে স্বাগত জানাবেন বলেও প্রধানমন্ত্রী বিবৃতিতে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর সদরদপ্তরে কানাডার জাতীয় পতাকা নামিয়ে আনুষ্ঠানিকভাবে কানাডীয় বাহিনীর মিশনের সমাপ্তি ঘটানো হয়। ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটিতে কানাডার প্রায় ৪০ হাজার সৈন্য বিভিন্ন সামরিক অভিযানে অংশ নেয়। এসময় বিভিন্ন সহিসংতায় ১৫৮ জন কানাডীয় সৈন্য নিহত হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ফিলিস্তিনের সাথে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ভাষণে এ আহ্বান জানান।
এসময় তিনি পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ তত্পরতা ও ফিলিস্তিনের তরফ থেকে সব ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধসহ প্রয়োজনীয় আপসের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেন। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামো চুক্তির খসড়া প্রণয়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উদ্যোগের প্রতিও তিনি তার পূর্ণ সমর্থন প্রকাশ করেন।
এদিকে, ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজ সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্কালে জানিয়েছেন, ইসরায়েলি জনগণের নিরাপত্তা নিশ্চিত হবার পরেই কেবল ফিলিস্তিন-ইসরায়েল শান্তিচুক্তি হতে পারে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর এটি ডেভিড ক্যামেরনের প্রথম ইসরায়েল সফর।
ইরানের পরমাণু কর্মসূচিবিষয়ক ছয় জাতির আলোচনা সামনে এগিয়ে নিয়ে যেতে একযোগে কাজ করবে তেহরান ও মাসকাট। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দু'দিনব্যাপী ওমান সফর শেষে মাসকাটে প্রকাশিত এক যৌথ ঘোষণায় এ কথা বলা হয়েছে। ঘোষণায় ইরানের পরমাণু কর্মসূচিবিষয়ক ছয় জাতির আলোচনার অগ্রগতিকে স্বাগতও জানানো হয়।
যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, "বিভিন্ন দেশের উচিত আরো প্রচেষ্টা চালিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা; সব ধরনের সন্ত্রাসবাদ দমন করা; আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া।" ওমান ও ইরান অব্যাহতভাবে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাবে বলেও যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দু'দিনের সফরে বুধবার ওমানের রাজধানী মাসকাটে পৌঁছান। সফরে তিনি ওমানের রাজা ও দেশটির উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সফরকালে তিনি ওমানের ব্যবসায়ীমহলের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
গত সপ্তাহের বৃহস্পতিবার পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে চীন ও ব্রিটেনের মধ্যে নিরাপত্তা কৌশলসংক্রান্ত পঞ্চম সংলাপ। এতে দু'দেশের দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে দু'পক্ষ একমত হয়। চীনের গণমুক্তি ফৌজের উপ-প্রধান চী ওয়াং কুয়ান চুং এবং ব্রিটেনের ভাইস চিফ অব ডিফেন্স স্টাফ স্টুয়ার্ট পিচ একদিনের এই সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেন। সংলাপে দু'পক্ষ দু'দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে।
সংলাপে ওয়াং কুয়ান চুং বলেন, "বর্তমানে চীন-ব্রিটেন সম্পর্ক দ্রুত উন্নত হচ্ছে, পারস্পরিক রাজনৈতিক আস্থা বেড়েছে। তাই, দু'দেশের বাহিনীর সম্পর্কও আরো উন্নত হবে।" সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের সামরিক বাহিনীর মধ্য উচ্চ পর্যায়ের বিনিময় ঘনিষ্ঠতর হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, "যৌথ প্রচেষ্টায় দু'দেশের বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক চীন।"
জবাবে স্টুয়ার্ট পিচ আশা প্রকাশ করেন যে, সামরিক বাহিনীর সংস্কার, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় ভূমিকাসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার সম্পর্ক আরো উন্নত হবে।
উত্তর কোরিয়া রোববার সন্ধ্যায় আরো ২৫টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিউলের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
রিপোর্ট অনুসারে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে রাত ৯টা ৩২ মিনিট পর্যন্ত সময়সীমার মধ্যে তিন দফায় পূর্ব দিকের সমুদ্রাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো উত্ক্ষেপণ করা হয়। উতক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৭০ কিলোমিটার এবং এগুলো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য 'ফ্রগ' ক্ষেপণাস্ত্র বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক মহড়ার পাল্টা ব্যবস্থা হিসেবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত ২১ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্তও এ ধরনের বেশ কয়েকটি পরীক্ষা চালায় দেশটি।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়ার একটি অংশ গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৬ মার্চ শেষ হয়েছে এবং বাকি অংশ আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। উত্তর কোরিয়া বার বার এ ধরনের মহড়া বন্ধের দাবি জানিয়ে এসেছে।
শ্রোতাবন্ধুরা, এবার আজকের কুইজ :
১. উত্তর কোরিয়া রোববার সন্ধ্যায় আরো কতটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে?
২. গত সপ্তাহের বৃহস্পতিবার কোথায় অনুষ্ঠিত হয়েছে চীন ও ব্রিটেনের মধ্যে নিরাপত্তা কৌশলসংক্রান্ত পঞ্চম সংলাপ?
৩. ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ফিলিস্তিনের সাথে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। কবে তিনি এ আহ্বান জানান?
৪. ইরানের পরমাণু কর্মসূচিবিষয়ক ছয় জাতির আলোচনা সামনে এগিয়ে নিয়ে যেতে একযোগে কাজ করবে কোন দু'টি দেশ?
৫. এবারে প্রত্যেক নির্বাচিত সেরা শ্রোতার জন্য কতটি করে উপহার পাঠিয়েছি?