Web bengali.cri.cn   
মালয়েশিয়ার নিখোঁজ বিমান প্রসঙ্গ
  2014-03-14 13:47:43  cri

চলতি সপ্তাহে মালয়েশিয়ার বিমান নিখোঁজ এবং ইউক্রেন পরিস্থিতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। তাহলে আজকের অনুষ্ঠানে এ দু'টি ইস্যু সম্পর্কে বন্ধুদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।

প্রথমেই মালয়েশিয়ার নিখোঁজ বিমান প্রসঙ্গ:

শনিবার মালয়েশিয়ার বিমান কোম্পানি জানিয়েছে যে, কুয়ালালামপুর থেকে পেইচিংয়ে যাওয়ার পথে নিখোঁজ বিমানটিতে ১৪টি দেশ ও অঞ্চলের ২২৭ জন যাত্রীর মধ্যে ১৫৩ জন চীনের মূল ভূভাগের নাগরিক রয়েছে। বিমানটিতে মোট ১৫৪ জন চীনা যাত্রী রয়েছে, এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, ইউক্রেন, কানাডা, রাশিয়া, ইতালি, নেদারল্যান্ড এবং অস্ট্রিয়ার যাত্রী রয়েছে বলেও তারা উল্লেখ করেন। এছাড়া বিমানটিতে ১২ জন ক্রু রয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি খে ছিয়াংয়ের নির্দেশে শনিবার দুপুরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ এক জরুরী যৌথ সম্মেলনের আয়োজন করেন। চীনা নাগরিকদের নিরাপত্তার ওপর উচ্চ পর্যায়ের গুরুত্ব দেয়ার জন্য বিভিন্ন বিভাগের সমন্বয় জোরদার করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে পেইচিংয়ে যাওয়ার পথে নিখোঁজ বিমানের ব্যাপারে সব ধরণের সমস্যা মোকাবিলা করার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়। আর চলতি সপ্তাহের সোমবার চীন সরকার এক ঘোষণায় জানিয়েছে যে, এমএইচ ৩৭০ বিমানের সব ইস্যুই চীন তদন্ত করবে।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল ব্যুরো এবং মালয়েশিয়া বিমান-পরিবহন কোম্পানি পেইচিং সময় সোমবার ১২টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের এক হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ফ্লাইট এমএইচ ৩৭০'র অনুসন্ধান ও উদ্ধার কাজের অগ্রগতি প্রকাশ করে।

সংবাদ সম্মেলন চলা পর্যন্ত বিমানটির কোনো খোঁজ তাঁরা পায়নি বলে মালয়েশিয়া পক্ষ উল্লেখ করে।

এদিন মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল ব্যুরোর মহাতত্ত্বাবধায়ক আজহারুদ্দিন আব্দুল রহমান বলেছেন, বিমানটি নিখোঁজ হওয়ার ৬০ঘন্টা পার হয়েছে। বিভিন্ন দেশের উদ্ধার তত্পরতায় এখনো বিমানটির কোনো খোঁজ মেলেনি।

উল্লেখ্য, উদ্ধার কাজে মালয়েশিয়ার সমুদ্র সম্পর্কিত আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক সংস্থা সাগরের ২০ নটিকেল মাইল দূরে হলুদ তেলের সন্ধান পায়, বর্তমানে তেল পরীক্ষা করা হচ্ছে। প্রায় ১০দিন পর এ পরীক্ষার ফলাফল জানা যাবে বলে প্রকাশ করা হয়েছে।

বিমানটির খোঁজে বর্তমানে সবধরণের তত্পরতা চলছে। মালয়েশিয়া, ভিয়েতনাম,চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এ উদ্ধার কাজে অংশ নিয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিমানের সঠিক অবস্থান খুঁজে পাওয়া যায়নি।

বিমানের নিখোঁজ হওয়ার বিষয়টি সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত কিনা সেই বিষয়ে মালয়েশিয়া বিমান কোম্পানির উচ্চপদস্থ প্রশাসনিক কমিটির মুখপাত্র ওয়াং মিং ছাই রোববার পেইচিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন যে, এখন পর্যন্ত বিমানটির নিখোঁজের ব্যাপারে সন্ত্রাসী হামলার জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায় নি। রোববার সকালে মালয়েশিয়া বিমান কোম্পানির কর্মীরা নিখোঁজ বিমানের যাত্রীদের আত্মীয়স্বজনদেরকে মানসিকভাবে সবচেয়ে খারাপ সংবাদটি শোনার জন্য প্রস্তুত নিতে বলেছেন। নিখোঁজ বিমানের অবস্থান জানা গেলে মালয়েশিয়ার কোতা বাহরু আর ভিয়েতনামের হোচিমিন শহরের পরিচালনা কেন্দ্র সংশ্লিষ্ট কাজ শুরু করে দিবে।

মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিশামুদ্দিন হুসাইন রোববার কুয়ালালামপুরে জানিয়েছেন, উদ্ধার কর্মীরা ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের জলসীমায় তেলের চিহ্ন লক্ষ্য করেছেন, তবে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়ার যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষের কোনো চিহ্ন তারা দেখতে পায়নি। এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভিয়েতনামের উদ্ধার দল এই এলাকায় তল্লাশি করছে। কিন্তু যাত্রীবাহী বিমানের ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে তল্লাশির আওতা সম্প্রসারিত হতে পারে।

এর আগে ভিয়েতনামের উদ্ধার বিভাগ জানিয়েছে যে, ভিয়েতনামের সামরিক হেলিকপ্টার রবিবার সকালে জলসীমায় ৮০ কিলোমিটার লম্বা তেলের চিহ্ন দেখেছে। বিশেষজ্ঞরা মনে করেন এই তেলের চিহ্নের সঙ্গে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়ার যাত্রীবাহী বিমানের সম্পর্ক আছে।

২৩৯ জন যাত্রী নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজটির সন্ধান বা ধ্বংসাবশেষ মেলেনি।

বন্ধুরা, এ ঘটনা সত্যিই মর্মান্তিক। আমরা চাই সবকিছুর পরেও যেন এমন একটা খবর আসুক যাতে বিমানের সবার বেচে থাকার বিষয়টি নিশ্চিত হয়।

বন্ধুরা, এবারে ইউক্রেনের বিস্তারিত খবর।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ শনিবার মস্কোতে বলেন, পরস্পরের মধ্যে সমঝোতার প্রেক্ষাপটে ইউক্রেন ইস্যু নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংলাপ করতে ইচ্ছুক রাশিয়া, তবে রাশিয়া এ সংঘর্ষের কেন্দ্র বিন্দু নয়। তিনি উল্লেখ করেন যে, রাশিয়া ইউক্রেন সংকটের নির্মাতা নয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গত সপ্তাহের শুক্রবার ইউক্রেনের পরিস্থিতি নিয়ে জার্মানীর চ্যান্সেলার অ্যাঙ্গেলা মার্কেল ফোনে কথা বলেছেন। ফোনে দু'পক্ষ এক মত হন যে, রাশিয়ার উচিত ইউক্রেনের ক্রাইমিয়া থেকে রুশ বাহিনীকে সরিয়ে নেয়া এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার কর্মীদের সেখানে প্রবেশের অনুমতি দেয়া।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও জার্মানী রাশিয়াকে তাগিদ দিয়ে দ্রুত একটি মধ্যস্থতাকারী দল গঠন করে ইউক্রেনের সঙ্গে সরাসরি সংলাপ করে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করবে।

ই ইউ'র সদস্য দেশ বৃহস্পতিবার ব্রাসেলসে ইউক্রেন সংকট নিয়ে একটি বিশেষ শীর্ষ সম্মেলন আয়োজন করে। সম্মেলনে সবাই সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট মোকাবিলা করা উচিত বলে মনে করেন।

রাশিয়ার প্রেসিডেন্টের তথ্যবিষয়ক মুখপাত্র দিমেত্রি পেসকভ শুক্রবার জানিয়েছেন, ক্রাইমিয়া অঞ্চলে রুশ বাহিনী রয়েছে তবে কৃষ্ণ সাগরে রুশ নৌবহর রাশিয়া-ইউক্রেন চুক্তি অনুযায়ী রয়েছে বলে তিনি জানান। তবে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার মতভেদ থাকলেও সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট মোকাবিলা সম্ভাবনা বলেও তিনি মনে করেন।

ইউক্রেনে বাহিনী পাঠিয়ে রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

ইউক্রেনের সংকট নিয়ে শনিবার ওবামা ও পুতিন ৯০মিনিটের একটি ফোনালাপ করেন। এ সময় ইউক্রেনের ক্রাইমিয়া প্রজাতন্ত্র থেকে বাহিনী প্রত্যাহারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এদিকে এ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মস্কোয় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে কানাডা। একই সঙ্গে জুনে রাশিয়ায় অনুষ্ঠিতব্য জি-৮ সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

শ্রোতা্বন্ধুরা‌, এবার কুইজ। আপনারা প্রস্তুত তো? আজকের কুইজ হলো:

১. মালয়েশিয়ার বিমানটি নিখোঁজ হয় কবে?

২. কতটি দেশ এ উদ্ধার কাজে অংশ নেয়?

৩. ইউক্রেন পরিস্থিতিতে রাশিয়া কিধরণের ব্যবস্থা নেয়?

৪. রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হলো কী?

৫. হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও জার্মানী রাশিয়াকে তাগিদ দিয়ে কী ব্যবস্থা নেবে?

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? কোনো 'হট টপিক' সম্বন্ধে আপনারা যদি জানতে বা আলোচনা করতে চান, আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে পারেন। আপনাদের কাছে থেকে চমত্কার প্রস্তাব প্রত্যাশা করি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমি একটি নতুন ইমেইল আইডি খুলেছি। সেটি হলো hawaiicoffee0819@gmail.com. কুইজের উত্তর পাঠাবেন প্রতিটি পর্ব শেষে। অর্থাত্ প্রতি পর্বের জন্য আলাদা আলাদা উত্তর পাঠাবেন। আমরা সেগুলো কমপাইল (compile) করে প্রতি দুই মাস অন্তর শ্রেষ্ঠ ৫জন বিজয়ী শ্রোতা নির্বাচন করবো। নির্বাচনের এক সপ্তাহের মধ্যে আমরা উপহার পাঠাবো। চিঠিতে প্রথমে লিখবেন, 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠান 'কুইজের উত্তর'বা 'মতামত'। যদি আপনাদের প্রস্তাব গৃহীত হয়, তাহলে সেই মাসের শেষ দিকে 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠানে আপনাদের নাম প্রচার করা হবে এবং সাথে থাকবে উপহার। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আপনাদের সাথে আবার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাই চিয়ান। (জিনিয়া ওয়াং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040