Web bengali.cri.cn   
'চীনের বসন্ত উত্সবের শুভেচ্ছা বাণী সংগ্রহ সংক্রান্ত প্রতিযোগিতায় জয় করেছেন যারা
  2014-03-06 15:38:42  cri
১.মহ: হাফিজুর রহমান ,ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব,পশ্চিমবঙ্গ, ভারত

শুভেচ্ছা বাণী:

চীনের বসন্ত উত্সবের আন্তরিক সালাম ও শুভেচ্ছা নেবেন। "শুভ নববর্ষ"। চীনের চান্দ্রপঞ্জিকার অশ্ববর্ষ উপলক্ষে আপনাদেরকে এবং আপনাদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবার সুখী পরিবার ও সুন্দর জীবন কামনা করি। নতুন বছরে সবাই সুস্থ থাকবেন। প্রতি মুহূর্ত অত্যন্ত আনন্দে কাটুক। সুখ, শান্তি, উন্নয়ন মূলক নতুন সমাজ গড়ে উঠুক।

নবীন মনে নতুন গানে - নতুন কে করো বরণ,

নবীন আলোকে নব আলোকে - শুভ হোক নববর্ষের আগমন।

বছর শেষে ঝরা পাতা বলল উঠে এসে

একটি বছর পেরিয়ে গেল হওয়ার সাথে ভেসে,

নতুন বছর এলো তাকে যত্ন করে রেখো

স্বপ্নগুলো গুলো সফল করে ভীষণ ভালো থেকো।

তুমি কি দেখেছ নীল আকাশ আজ সেজেছে নতুন রঙে,

তুমি কি শুনেছ ভ্রমরেরা আজ গাইছে নতুন মনে।

গুনগুন রবে আজি আমি বলি তাদেরই মতন করে,

বসন্ত উত্সবের শুভেচ্ছা ও ভালবাসা রইলো সকলের তরে।

অনেক অনেক ভালো আর সুন্দর থাকবেন । চায় চিয়েন ।

২. প্রফেসর সাইফুল ইসলাম থান্দার । পরিচালক, লেকচারার্স রেডিও লিসেনার্স ক্লাব এন্ড লাইব্ৰেরী, রাজশাহি, বাংরাদেশ

শুভেচ্ছা বাণী:

পৃথিবীর সকল জাতি ধর্ম, বর্ণ, গোত্র ও সম্প্রদায়ের মাঝে প্রতি বছরই বহতা

নদীর মত কলো কলো শব্দে চারিদিক মুখরীত করে, আনন্দের সৌগাত নিয়ে ফিরে ফিরে

আসে বিশেষ কোন দিন, ক্ষন, সময় বা লগ্ন যা ঐ সকল ... সম্প্রদায়ের মাঝে

ছড়াই স্নিগ্ধ, সুশোভিত, উচ্ছসিত, উদ্বেলিত, মহানন্দের ঝর্ণাধারা ।

ভুলিয়ে দেয় তাদের সকল ভেদা-ভেদ, দ্বিধা-দ্বন্দ্ব, হানা-হানী, উচু-নিচু

ও জাত-অজাতের সংকীর্ণতাকে ।

চৈনিক সভ্যতার ইতিহাসেও তেমনি ৫৬ টি সংখ্যালঘু জাতির " এক ফুলো বৃন্তে "

স্বপ্নিল আলোয় চারিদিক আলোকিত করে ফিরে এসেছে " বসন্ত উত্‍সব " ।

চীনাদের এ " বসন্ত উত্‍সবের " ফল্গুধারা মুক্তার বর্ণ ছটার ন্যায়

বিচ্চুরিত হয়ে ছড়িয়ে পড়ুক পৃথিবী নামক এই সুন্দর গ্রহের চতুরদিকে, ধ্বনীত

হোক চীনা বসন্তের শান্তির পায়রার বাক বাকুম, বাক বাকুম জয়োধ্বনী । চাই

চিয়েন ।

৩. মিসেস তাবাসসুম, পাবনা, বাংলাদেশ

শুভেচ্ছা বানী:

চীনের বসন্ত উত্সব

আনন্দ মুখর পরিবেশ।

চলচ্চিত্র সিংহ নাচ

এ উত্সবে লাগে বেশ।

নতুন জামা পরে।

চা বাদাম চিয়াও চি খেয়ে

আনন্দে ছুটে যাই

উত্সবের গান গেয়ে

লণ্ঠন প্রদর্শনীর সমারোহে।

মনোরম দৃশ্যের আলোকে

বসন্ত উত্সব হয় পালিত।

হে বসন্ত উত্সব

তুমি থাকো মানুষের অন্তরে

যুগ যুগান্তরে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040