Web bengali.cri.cn   
সিপিপিসিসি'র বার্ষিক সম্মেলনে কার্যবিবরণী পেশ করলেন ইউ চেং সেং
  2014-03-03 19:19:59  cri
মার্চ ৩: চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের ১২তম জাতীয় কমিটির শীর্ষ অধিবেশন ৩ মার্চ পেইচিংয়ে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে সিপিপিসিসি'র চেয়ারম্যান ইউ চেং সেং বলেন, ২০১৪ সালের দেশের গুরুত্বপূর্ণ সংস্কারকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তাব পেশ করবে সিপিপিসিসি।

এবারের এ সম্মেলনে চীনের প্রেসিটেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি খে ছিয়াংসহ দেশটির শীর্ষ নেতারা অংশ নেন। সম্মেলনের শুরুতে সবাই শনিবার খুনমিং রেলওয়ে স্টেশনে সংঘটিত সহিংস হামলায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ইউ চেং সেং কার্যবিবরণীতে উল্লেখ করেন যে, গত এক বছরে সিপিপিসিসি সম্পর্ক সমন্বয় করা,প্রস্তাব দেয়াসহ অনেক ক্ষেত্রে ইতিবাচক দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে। ২০১৪সালে দেশের গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য তারা প্রস্তাব করবে এবং নিজেদের প্রস্তাবের গুনগত মান বৃদ্ধির জন্য সিপিপিসিসি চেষ্টা করবে।

এ বারের এ সম্মেলন আগামী ১২ মার্চ শেষ হবে এবং এতে সিপিপিসিসির ২১০০জন সদস্য অংশগ্রহণ করেন। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040