Web bengali.cri.cn   
প্রাচ্য চলচ্চিত্র উত্সব
  2014-03-06 18:47:07  cri

Matt ম্যাট নামে বৃটেনের একজন চলচ্চিত্র অনুরাগীর জন্য এবারের এ উত্সব অত্যন্ত মূল্যবান বলে তিনি মনে করেন। তিনি বলেন,

'আমি মাত্র কয়েকটি চীনা চলচ্চিত্র দেখেছি। যখন আমি হাউস অফ ফ্লাইং ড্যাগার্স 'House of Flying Daggers ' নামে চীনের একটি চলচ্চিত্র দেখলাম, তখন আমি চলচ্চিত্রে ব্যবহৃত পোশাক এবং চীনা কুংফুর প্রতি গভীর আকৃষ্ট হলাম। আমার মেয়েবন্ধুর অনুরোধে আমি এ চলচ্চিত্রটি দেখি। সে এর আগে চীনে ভ্রমণ করেছে এবং চলতি বছর আবারও চীনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'

২০১৩ সালের ডিসেম্বর মাসে বৃটেনের প্রধানমন্ত্রী David William Donald Cameron ডেভিড ক্যামেরুনের নেতৃত্বে সংস্কৃতিমন্ত্রীসহ একটি বাণিজ্যিক প্রতিনিধি দল চীন সফর করে। সফরকালে তাঁরা দুদেশের চলচ্চিত্রের বিষয়ে সহযোগিতামূলক একটি চুক্তিতে স্বাক্ষর করে, যাতে সরাসরিভাবে '২০১৪ সালে চীন-বৃটেন জাকজমকপূর্ণ চলচ্চিত্র উত্সব' আয়োজনের সিদ্ধন্ত নেয়া হয়। এ চুক্তির মধ্যে রয়েছে চলচ্চিত্রের বাজার সৃষ্টি, বাণিজ্য ও সংস্কৃতির ক্ষেত্রে দু'দেশের বিনিময় জোরদার করা এবং সহযোগিতার মাধ্যমে চলচ্চিত্র শুটিং করার জন্য দু'দেশের কোম্পানিগুলোকে অনুপ্রেরণা দেওয়া প্রভৃতি।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমরা একসঙ্গে হাউস অফ ফ্লাইং ড্যাগার্স 'House of Flying Daggers ' চলচ্চিত্রের একটি গান শুনবো। গানটির নাম হলো 'সুন্দরীর গান'।

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আজকের 'আলোছায়া' অনুষ্ঠান এখানেই প্রায় শেষ ।

প্রতি সপ্তাহের বৃহস্পতিবারের আলোছায়া অনুষ্ঠান শোনার পর কোনো মতামত বা উপলব্ধি প্রকাশ করতে চাইলে অবশ্যই আমাদেরকে চিঠি বা ইমেইল লিখে পাঠাবেন। আমার ব্যক্তিগত ই-মেইল ঠিকানা হলো lyyui@cri.com.cn এবং আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। দয়া করে দুটো ঠিকানাতেই আপনার ই-মেইল পাঠাবেন। রেডিওয়ের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানো হলো Bengali.cri.cn। আজকের অনুষ্ঠান থেকে এবার আমার বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

লিলি


1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040