Web bengali.cri.cn   
ব্লাইন্ড ম্যাসেজ
  2014-02-27 14:11:12  cri


আজকের আলোছায়া শুরু করার আগে প্রথমে একজন শ্রোতার ইমেইল পড়ে শোনাবো।

বাংলাদেশের রাজশাহী জেলার মোঃ এনামুল হক তাঁর ইমেইলে লিখেছেন,

সুপ্রিয়, লিলি আপু :

আপনাদের প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা রইল। আশা নয় বিশ্বাস, আপনারা কুশলে রয়েছেন। 'আলোছায়া' আমার প্রিয় অনুষ্ঠান। এ অনুষ্ঠান থেকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র সম্পর্কে জানতে পারছি, তাই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি । ২০, ফেব্রুয়ারির অনুষ্ঠানে-"টার্ন লেফট, টার্ন রাইট," শিরোনামের চীনের একটি চলচ্চিত্র সম্পর্কে শুনলাম এবং তা থেকে অনেক তথ্য জানতে পারলাম । চীনের তাইওয়ানের কার্টুনিস্ট চি মির একটি বিখ্যাত বই এটি । এই বইটিতে একই শহরে প্রতিবেশী হিসাবে বসবাস করা একজন পুরুষ ও একজন মহিলার প্রেমের গল্প বর্ণনা করা হয়েছে । এই ছবির থিম সংগীত ভাল লেগেছে । পরবর্তীতে- ভারতের বির্তকিত 'গুন্ডে' ছবি নিয়ে আলোচনা- 'আলোছায়া' অনুষ্ঠানে শুনতে চাই।

পরিশেষে,আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে লেখা আজকের মত এখানেই ইতি টানছি । যাই চিয়ান ।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040