Web bengali.cri.cn   
'সংস্কার প্রক্রিয়া জোরদারের নির্ণায়ক পদক্ষেপ নিতে হবে ভালোভাবে'
  2014-02-25 18:54:36  cri
ফেব্রুয়ারি ২৪: ২০১৪ সাল চীনের সার্বিক সংস্কার প্রক্রিয়া জোরদার করার প্রথম বছর। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম কংগ্রেসের তৃতীয় অধিবেশন থেকে মার্চে অনুষ্ঠেয় ২০১৪ সালের জাতীয় গণকংগ্রেস ও রাজনৈতিক পরামর্শ সম্মেলন পর্যন্ত চীন সার্বিক সংস্কার জোরদারে কী প্রাথমিক পদক্ষেপ নিচ্ছে, তা সকল চীনার দৃষ্টি আকর্ষণ করছে। সারা বিশ্বও এ বিষয়টির ওপর নজর রাখছে।

জানা গেছে, সিপিসি'র ১৮তম কংগ্রেসের তৃতীয় অধিবেশন থেকে ২০১৪ সালের জাতীয় গণকংগ্রেস ও রাজনৈতিক পরামর্শ সম্মেলন পর্যন্ত একশ' দিনেরও বেশি সময়ে সংস্কারের ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জিত হয়েছে।

যেমন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর কর বাজার সংস্কারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। কেবল আঞ্চলিক জিডিপি ও প্রবৃদ্ধির হারকে স্থানীয় প্রধানদের কাজ মূল্যায়নের সূচক হিসেবে গ্রহণ করা উচিত নয় বলে চীনের সংগঠন মন্ত্রণালয় 'সিপিসি'র স্থানীয় শাখার নেতা ও সরকারের প্রধানদের মূল্যায়ন কাজের উন্নতি সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করেছে। অর্ধশতাব্দী ধরে পরিশ্রমের মধ্য দিয়ে শিক্ষাদান-সংক্রান্ত ব্যবস্থা উন্নত হয়েছে এবং সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সার্বিক সংস্কার প্রক্রিয়া জোরদারকরণ-সংক্রান্ত পরিচালনা গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে।

এ বছরের জাতীয় গণকংগ্রেস ও রাজনৈতিক পরামর্শ সম্মেলন অনুষ্ঠিত হবে মার্চ মাসে। এ উপলক্ষে সকল চীনা বিশ্বাস করে, সিপিসি'র ১৮তম কংগ্রেসের পুর্ণাঙ্গ অধিবেশনের চেতনার আলোকে দুই অধিবেশনে পৌঁছানো মতৈক্য ও ব্যবস্থা সার্বিক সংস্কার প্রক্রিয়া জোরদার করার ক্ষেত্রে নতুন চালিকাশক্তি যোগাবে। (ওয়াং তান হোং/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040