Web bengali.cri.cn   
দৃষ্টির সীমানায় অনুষ্ঠানের শ্রোতার মতামত
  2014-02-24 20:36:00  cri


১.

মিষ্টি আপু ফেই ফেই ও চপল টুটুল ভাইয়া ,

শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই সুন্দর সকালে যখন দৃষ্টির সীমানায় আমার এ মন ভরালে ।

গত সপ্তাহে এই আসরে ছুটির গল্প শুনতে শুনতে চেয়েছিলাম পাখির মত ডানা মেলে দূর নীলিমায় উড়ে বেড়াতে ।

সংগে যদি তোমরা থাকতে মজাই হোত ছুটি কাটাতে ।

আজকে আবার লাল সবুজের ,

হলুদ, কমলা, নীল পতাকায়

দেশ বিদেশের গৌরব গাঁথায়

নতুন অনেক তত্ব কথায়

ভরিয়ে দিলে 'দৃষ্টির সীমানায় '।

সাত টি দিনের পরে আবার

হবে দেখা মোদের সবার ।

ধন্যবাদ।

মো : আফজাল আলী খান নন্দন বেতার শ্রোতা সংঘ

মধ্য আলীপুর, ফরিদপুর -৭৮০০

বাংলাদেশ ।

২.

"দৃষ্টির সীমনায়", তারিখ- ০৩/০২/২০১৪

শ্যুয়ে ফেইফেই আপু আর টুটুল ভাই কেমন আছেন? আশাকরি খুব ভালো আছেন। অনুষ্ঠানের নতুন উপস্থাপক ইনামুল হক টুটুল ভাইয়ার পরিবেশনা দারুন লাগছে। নতুন জুটির জমজমাটি, মজাদার, আকর্ষনীয় ও উপভোগ্য পরিবেশনা আমাদের আরো আরো বেশি আনন্দ ও চমত্কৃত করছে এবং তথ্য জানতে সাহায্য করছে।

৩ ফেব্রুয়ারী দৃষ্টির সীমনায় অনুষ্ঠানে বিভিন্ন দেশের ছুটির ব্যবস্থা নিয়ে মজার, আকর্ষনীয় ও তথ্যময় পরিবেশনা শুনলাম। আমিও ছুটি ভীষণ পছন্দ করি। আর কিছু দিনের ছুটিতে সুন্দর কোথাও বেড়িয়ে আসার আনন্দই আলাদা। যত বেশি ছুটি তত বেশি খুশি, তত বেশি ঘোরা আর তত বেশি খাওয়া। শুধু এটাই নয় সময় দেওয়া যায় নিজের পরিবারকে। আর দীর্ঘ্য কর্ম জীবনের এক ঘেঁয়েমিও দূর হয়। আবারও নতুন ভাবে, নতুন উদ্যমে কাজে মন দিতে পারি।

ফ্রান্স, ই-ইউর সদস্য দেশে, জার্মানি, সুইডেন ইত্যাদি দেশের ছুটির কথা শুনে বেশ আশ্চর্য লগলো। বছরের অর্ধেকের বেশিদিন ছুটি, সত্যিই ভাবা যায়না।

শুভেচ্ছা ও ধন্যবাদ টুটুল ভাই এবং শ্যুয়ে ফেইফেই আপুকে সুন্দর উপভোগ্য, মজাদার ও আকর্ষনীয় অনুষ্ঠানটি উপহার দেবার জন্য। চীনের বসন্ত উত্সবের শুভেচ্ছা।

আপনাদের অনেক অনেক সুখী জীবন আর সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের সবার জীবনে অনেক অনেক অনেক সুখ, শান্তি আর অনাবিল আনন্দ প্রার্থনায় আজকের মত ইতি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।

মহ: হাফিজুর রহমান ,

ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব ।

জেলা -- বর্ধমান

পশ্চিমবঙ্গ ভারত ।

৩. প্রিয় মিষ্টি শিখা আপা,

শুভেচ্ছা নিবেন। আশা করি ভালো আছেন। আমিও ভালো।

গত ১০-০২-২০১৪ তারিখের দৃষ্টির সীমানায় অনুষ্ঠানে 'ভিন্ন দেশের জাতীয় পতাকা সম্পর্কিত মজার তথ্য' শিরোনামের প্রতিবেদন শুনলাম। এককথায় চমৎকার একটি পরিবেশনা ছিলো কেননা এত এত দেশের পতাকা সম্পর্কে আমার কোন ধারণা ছিলো না। বিশেষ করে লাল রংয়ের ইতিবৃত্ত ভালো লাগলো।

সম্ভব হলে ইরান বা মুসলীম দেশের মেয়েদের প্রেম সম্পর্কিত কোন তথ্য থাকলে প্রচার করার বিনীত অনুরোধ জানাই। কেননা দৃষ্টির সীমানা অনুষ্ঠান মানেই ভিন্নধর্মী সকল আয়োজন হবে এটাই সত্য।

পরিশেষে শিখা আপা আর টুটুল ভাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।

মোঃ মাহিদুল হক মৃধা

উত্তরণ সিআরআই লিসেনার্ম ক্লাব

ঢাকা, বাংলাদেশ।

৪.

RAJIB KUMAR MONDAL, SHAWON DX CORNER, DIST.: NATORE, BANGLADESH

সুপ্রিয় আপু আমার আন্তরিক ভালোবাসা ও বসন্তের ফোটা ফুলের শুভেচ্ছা নিবেন| আপনি জেনে খুশি হবেন যে আমি নিয়মিত শর্টওয়েভে দৃষ্টির সীমানা অনুষ্ঠান শুনছি এবং অবসরে ওয়েবসাইট থেকে প্রতিবেদন গুলো পড়ছি | এরই ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারীর অনুষ্ঠানে বাংলাদেশের ১০ জন প্রভাবশালী সম্পর্কে তথ্য পরিবেশন দারুন উপভোগ করলাম | সর্বপরি নিয়মিত এ অনুষ্ঠান থেকে নিত্য নতুন বিষয়ে ঙ্গ্যান অর্জন করছি | পরিশেষে দৃষ্টির সীমানা অনুষ্ঠানের উত্তোরতর সাফল্য ও শ্রোতাপ্রিয়তা কামনা করি |

৫.

প্ৰফেসর সাইফুল ইসলাম থান্দার । পরিচালক, লেকচারার্স রেডিও লিসেনার্স ক্লাব এন্ড লাইব্ৰেরী , জেলা : রাজশাহী, বাংলাদেশ।

প্ৰিয়,মিষ্টি ভাষি শুয়েই ফেই ফেই আপু ও টুটুল ভাই।আমরা"দৃষ্টির সীমানায় "অনুষ্ঠানের নিয়মিত শ্ৰোতা ও ইমেল দাতা। ১৭.০২.১৪ইং আপনার দেয়া নির্ভেজাল তুষারের শুভেচ্ছা ও তুষার নিয়ে চমত্‍কার গানের পর লন্ডন ভিত্তিক BBP&I এর বিচারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও শক্তিশালি ১০ জন বাংলাদেশীকে নিয়ে যে প্রতিবেদন প্রচার করা হল তা শুধু আজকের অনুষ্ঠানের শ্রেষ্ঠ আলোচনাই ছিলনা,

এই অনুষ্ঠান প্রচার করে CRI তার মর্যদাকেও বহুগুন বাড়িয়ে দিয়েছে এবং CRI যে কোন লেটেস্ট খবর আপডেট করতে অন্য যে কোন মিডিয়ার চেয়ে অগ্রগন্য তা প্রমান করেছে।

আর বাংলাদেশী হিসেবে আজকের আলোচ্য বিষয়টি আমাদের বেশ গর্বিত করেছে, আর তা CRI এ মাধ্যমেই - তাই ধন্যবাদ আপনাদের দুজনকে ও CRI বাংলাকে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য ।

৬.

সুপ্রিয়,

সুয়েই ফেই ফেই আপু ও এনামুল হক টুটুল ভাইয়া; আপনাদের প্রতি লন্ঠন উত্‍সব ও ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল । এছাড়া আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগাম শুভেচ্ছা ও রইল । আশা নয় বিশ্বাস, আপনারা কুশলে রয়েছেন । 'দৃষ্টির সীমানায়' আমার প্রিয় অনুষ্ঠান । এ অনুষ্ঠান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছি, তাই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি । ১৭, ফেব্রুয়ারির অনুষ্ঠানে-"বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দশজন বাংলাদেশী" শিরোনামের প্রতিবেদন শুনলাম । সারা বিশ্বের ১০ জন প্রভাবশালী বাংলাদেশী নামের তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান 'ব্রিটিশ বাংলাদেশী পাওয়ার অ্যন্ড ইন্সপিরেশন' । এ অনুষ্ঠান থেকে সেরা বাংলাদেশী সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি । পরবর্তীতে বিভিন্ন দেশের উত্‍সব সম্পর্কে অনুষ্ঠান করার অনুরোধ রইল ।

পরিশেষে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে লিখা আজকের মত এখানেই ইতি টানছি ।

শুভকামনায়;

মোঃ এনামুল হক

রাজশাহী, বাংলাদেশ ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040