Web bengali.cri.cn   
টার্ন লেফট, টার্ন রাইট
  2014-02-20 18:14:36  cri



বাংলাদেশের ঢাকার সি আর আই কনফুসিয়াস লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আসিফুল ইসলাম তাঁর ইমেইলে লিখেছেন,

আচ্ছালামু আলাইকুম,

প্রিয় লিলি আপু, নি হাও মা? উয়ো ইয়ে হ্যান হাও। চু নি শিন নিয়ান খুয়াই ল্য। উয়ো চুই শি হুয়ান শিন নিয়ান ত্য ইয়ান হুয়া । উয়ো ফেই ছাং শি হুয়ান সি চুং ছান। নি চুই শি হুয়ান সি শেন মা? আপনি কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্‌ আপনার দোয়ার বরকতে ভালো আছি। আকাশের সব নীল দিয়ে , প্রভাতের সব লাল দিয়ে, হৃদের সব অনুভূতি দিয়ে, অরণ্যের সব সবুজ দিয়ে,সমুদ্রের সব গভীরতা দিয়ে জানাই লিলি আপুকে বসন্ত উৎসবে পিওঁনি ফুলের অনেক অনেক শুভেচ্ছা। পুরাতন বছরের দুঃখ্য কষ্ট ভুলে গিয়ে নতুন বছরে নিজের জীবনকে আরো সুন্দর ভাবে সাজাবেন এবং নতুন বছরে যাতে অপূর্ণ স্বপ্ন বাস্তবে পূর্ণ হয় সেই প্রত্যাশাই করি। আশা করি পরিবার বন্ধু-বান্দব এবং আত্বিয় স্বজনদের নিয়ে অনেক সুন্দর ভাবে বসন্ত উৎসবের আনন্দ উপভোগ করবেন এবং অনেক বেশি সুস্থ , সুন্দর এবং ভালো থাকবেন। গত ৩০ জানুয়ারি আপনি জানতে চেয়েছিলেন আমাদের কি স্বপ্ন আছে। তাই আমি আমার স্বপ্নের কথা বলছি। স্বপ্নের ইংরেজি শব্দ Dream, যা নাকি মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতন ভাবে অনুভব করে থাকেন। ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় মানুষের কাছে তা সত্যি বলে মনে হয়। অধিকাংশ সময় স্রষ্টা নিজেই সেই ঘটনায় অংশগ্রহণ করছে বলে মনে করে থাকেন অনেকেই। অনেক সময়ই পুরনো অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি কল্পনায় বিভিন্নভাবে জুড়ে ও পরিবর্তিত হয়ে সম্ভব অসম্ভব সব ঘটনার রূপ নেয় ঘুমের মধ্যে ইত্যাদি ইত্যাদি।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040